This Article is From Jan 28, 2019

‘পরীক্ষা পে চর্চা’য় দু’হাজার পড়ুয়াকে ‘সাহস’ জোগাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

মন্ত্রকের তরফে এক বক্তব্যে জানানো হয়েছে, ‘‘এই ব্যবস্থাপনা সিবিএসই স্কুলগুলিতে, সব উচ্চ মাধ্যমিক ইন্সটিটিউটে এবং দেশের বাইরের কলেজেও ২৯ জানুয়ারি সরাসরি লাইভ দেখানোর ব্যবস্থা করা হচ্ছে।’’

‘পরীক্ষা পে চর্চা’য় দু’হাজার পড়ুয়াকে ‘সাহস’ জোগাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

পড়ুয়াদের দুশ্চিন্তা কমাতে তাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

হাইলাইটস

  • প্রায় ২০০০ পড়ুয়া, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
  • পরীক্ষা ও তার সঙ্গে যুক্ত দুশ্চিন্তা বিষয়ে বাক্যালাপ চলবে
  • বিদেশ থেকেও পড়ুয়ারা অনুষ্ঠানে অংশ নিতে চলেছে
নিউ দিল্লি:

‘পরীক্ষা পে চর্চার' দ্বিতীয় মরশুমে জানুয়ারির ২৯ তারিখ রাজধানী শহরের প্রায় ২০০০ পড়ুয়া, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পরীক্ষা ও তার সঙ্গে যুক্ত দুশ্চিন্তা বিষয়ে বাক্যালাপ চলবে।

আমাদের হাতে ছাড়লে, ২৪ ঘন্টার মধ্যে রামমন্দির সমস্যার সমাধান, কে বললেন একথা

এই প্রথম বার গোটা দেশ এমনকী বিদেশ থেকেও পড়ুয়ারা অনুষ্ঠানে অংশ নিতে চলেছে। গত বছর শুধুমাত্র দিল্লি/এনসিআর এর পড়ুয়ারা অংশগ্রহণ করেছিল।

রাশিয়া, নাইজিরিয়া, ইরান, নেপাল, দোহা, কুয়েত, সৌদি আরব, সিঙ্গাপুর থেকে পড়ুয়ারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসছে।

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, অংশগ্রহণকারীদের মধ্যে থাকছে ২৪টি দেশের পড়ুয়ারা। ইতিমধ্যেই বিভিন্ন দেশ ও অঞ্চলের প্রায় ৬৭৫ জন পড়ুয়া দিল্লিতে এসে উপস্থিত হয়েছে।

লোকসভা নির্বাচনে দেশের ১৪ আসনে প্রার্থী দেবে তৃণমূল

কলা উৎসব প্রতিযোগিতায় বিজেতাদের একটি ১০ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে এ বছর। তাদের অভিভাবক ও শিক্ষকেরাও উপস্থিত থাকবেন।

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তৈরি একটি শর্ট ফিল্ম দেখানো হবে। তাতে দেখানো হবে গত বছর ‘পরীক্ষা পে চর্চা' কী ভাবে পড়ুয়াদের স্ট্রেস কাটাতে সাহায্য করেছিল।

মন্ত্রকের তরফে এক বক্তব্যে জানানো হয়েছে, ‘‘এই ব্যবস্থাপনা সিবিএসই স্কুলগুলিতে, সব উচ্চ মাধ্যমিক ইন্সটিটিউটে এবং দেশের বাইরের কলেজেও ২৯ জানুয়ারি সরাসরি লাইভ দেখানোর ব্যবস্থা করা হচ্ছে।''

আরও খবর দেখুন এখানে

.