This Article is From May 07, 2018

কৃষকদের আয় বৃদ্ধি: কর্নাটকে প্রধান মন্ত্রীর স্টেটাস রিপোর্ট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বললেন যে কৃষি ক্ষেত্রে সরকার অনেক ভালো কাজ করছে এবং মনে করিয়ে দিলেন যে সন 2022 পর্যন্ত কৃষকদের আয় বৃদ্ধি হবে .

কৃষকদের আয় বৃদ্ধি: কর্নাটকে প্রধান মন্ত্রীর স্টেটাস রিপোর্ট

Prime Minister Narendra Modi reached out to farmers today on his NaMo app.

New Delhi: নতুন দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বললেন যে কৃষি ক্ষেত্রে সরকার অনেক ভালো কাজ করছে এবং মনে করিয়ে দিলেন যে সন 2022 পর্যন্ত কৃষকদের আয় বৃদ্ধি হবে .  কর্নাটকের কৃষকদের এই কান্না প্রধানমন্ত্রীর নামো এপ পর্যন্ত পৌছে গিয়েছে , যখন সারা দেশে কৃষকেরা আত্মহত্যা করে চলেছে . কৃষকদের প্রধানমন্ত্রী অন্নদাতা (যারা অন্ন যোগায়) বলে সম্বর্থনা করলেন, এবং বললেন তারা উচ্চকোটির ও তাদের হিতে নেওয়া পদক্ষেপগুলো শুনিয়ে দিলেন

কর্নাটকে মে মাসের ১২ তারিখে বিধানসভা নির্বাচন হবে .
সরকার নিজের কৃষক বিরোধী চেহারা এবার পাল্টাতে চেষ্টা করছে, যেইটা বিরোধী পার্টি কংগ্রেস নিজের লাভের জন্য ব্যাবহার করতে চাইছে .
গত মাসে সরকার একটা “গ্রাম স্বরাজ অভিযান” আরম্ভ করে- যেইটা সারা দেশজুড়ে সকল অনুসূচিত জাতি, জনজাতি এবং কৃষকদের জন্য . বর্তমানে চলা কিসান কল্যাণ কার্যশালা এর একটি অংশ .

(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.