This Article is From Jan 14, 2020

দিল্লির লরেন্স রোডে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড

Delhi Fire: এর আগেও একের পর এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনার সাক্ষী থেকেছেন রাজধানী দিল্লির মানুষজন

দিল্লির লরেন্স রোডে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড

Delhi: ফের আগুন লাগল দিল্লিতে, একটি জুতো কারখানায় বিধ্বংসী আগুন

হাইলাইটস

  • দিল্লির লরেন্স রোড এলাকায় বিধ্বংসী আগুন
  • ওই এলাকার একটি জুতোর কারখানায় ওই আগুন লাগে
  • খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ২৬ টি ইঞ্জিন
নয়া দিল্লি:

দিল্লির (Delhi) উত্তর-পশ্চিম অঞ্চলে লরেন্স রোডে একটি জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুন (Fire breaks out) লাগল, খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে গেছে দমকলের ২৬টি ইঞ্জিন। তবে এখনও পর্যন্ত ওই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। তিন দিনের ব্যবধানে রাজধানীতে এটি দ্বিতীয় বিধ্বংসী অগ্নিকাণ্ড (Delhi Fire) ঘটল। এর আগে ১১ জানুয়ারি, দিল্লির হরি নগর এলাকায় আরও একটি জুতো উৎপাদন কারখানায় আগুন লাগে। সেই সময় ওই ঘটনায় দুজন আহত হন বলে জানা গেছে।

উত্তরপশ্চিম দিল্লির কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ৯, আহত ১০

একের পর এক অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছে রাজধানী দিল্লি। এর আগে গত বছরের শেষের দিকে মাঝরাতে ভয়াবহ আগুন ধরে উত্তর-পশ্চিম দিল্লির কিরারি এলাকায় একটি কাপড়ের গুদামে । ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যান ৯ জন ও আহত হন আরও ১০ জন।

উত্তর দিল্লির একটি বাড়িতে আগুন লাগায় মৃত ৩ মহিলা, আহত ৪

তার কিছুদিন আগেই উত্তর দিল্লির জনাকীর্ণ অঞ্চলে লাগেজ তৈরির কারখানায় আগুন লাগার ফলে মারা গিয়েছিলেন কমপক্ষে ৪৩ জন মানুষ। সেখানে ভোর পাঁচটা নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটে, রানি ঝাঁসি রোডের আনাজ মাণ্ডির কারখানায় আগুন লাগার ফলে ঘুমিয়ে থাকা শ্রমিকদের মধ্যে বেশির ভাগই মারা গিয়েছিলেন বলে খবর আসে।  

.