This Article is From Dec 18, 2018

মুম্বইয়ের হাসপাতালে আগুন,৬ মাসের শিশু সহ মৃত আট

প্রথমে  ছ'জনের প্রাণ যায়। এরপর মঙ্গলবার ভোরে আরও  দুজনের মৃত্যু হয়েছে

আগুন  লাগার পর দমকল কর্মীরা প্রায়  দেড়শো জনকে হাসপাতাল থেকে  বের করে এনেছেন।               

হাইলাইটস

  • সোমবার বিকেলে আগুন নেভাতে হাসপাতালে যায় দমকলের ১০টি ইঞ্জিন
  • ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়
  • মোট ১৪০ জনকে উদ্ধার করা হয়েছে বলে দমকল কর্তারা জানিয়েছেন
মুম্বই:

মুম্বইয়ের ইএসআইসি কামগার হাসপাতালে আগুন লেগে ৬ মাসের শিশু সহ আট জনের মৃত্যু হয়েছে। জানা  গিয়েছে  সোমবার সন্ধ্যায় আচমকাই আগুন লাগে  হাসপাতালে।

প্রথমে  ছ'জনের প্রাণ যায়। এরপর মঙ্গলবার ভোরে আরও  দুজনের মৃত্যু হয়েছে। আগুন  লাগার পর দমকল কর্মীরা প্রায়  দেড়শো জনকে হাসপাতাল থেকে  বের করে এনেছেন।

বিকেল চারটে নাগাদ আন্ধেরির এই হাসপাতাল  থেকে ফোন পায় দমকল বিভাগ। দমকলের পাশাপাশি পুরসভা থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও ঘটনাস্থলে এসে পৌঁছন।

আগুন নেভানোর কাজ শুরু করে  দমকলের দশটি  ইঞ্জিন। পাশাপাশি ভেতরে আটকে পড়া রোগীদের বের করে আনার কাজও  শুরু  হয়।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল সংযোগের ক্ষেত্রে বাধ্যতামূলক নয় আধার

এই হাসপাতালের রোগীদের কুপার হাসপাতাল, হলি স্পিরিট হাসপাতাল, পি ঠাক্কারি ট্রমা হাসপাতাল এবং সিদ্ধার্থনাথ  হাসপাতালে  স্থানান্তরিত করে দেওয়া  হয়েছে।  

বাণিজ্যিক রাজধানীর মেয়র এম মহাদেশ্বর সংবাদ সংস্থা  এএনআইকে    জানিয়েছেন আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। সরকারি  হাসপাতাল হওয়ায় ফায়ার অডিটের দায়িত্ব মুম্বই ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট কর্পোরেশনের। সেই অডিট হয়েছিল কিনা সেটা  তাঁরাই বলতে পারবে।

সেই  দপ্তরের উপ মুখ্য আধিকারিক  এম ডি  ওগলে জানান মাত্র ১৫ দিন  আগেই হাসপাতালে  আগুন নেভানোর ব্যবস্থা খতিয়ে দেখা হয়।  তাতে কয়েকটি সমস্যা  ধরা পড়েছিল।      

(সংবাদ সংস্থা  এএনআইয়ের তথ্য সংযোজিত হয়েছে )    

.