This Article is From Dec 29, 2019

"দুর্যোধন, দুঃশাসন": মহাভারতের উদাহরণ তুলে বিজেপি নেতৃত্বকে কটাক্ষ যশবন্ত সিনহার!

Citizenship Amendment Act: গত বছরই বিজেপির সঙ্গ ত্যাগ করেন বাজপেয়ীর মন্ত্রিসভার সদস্য যশবন্ত সিনহা, এবার মোদি সরকারের তীব্র সমালোচনা করলেন তিনি

একটি টুইট বার্তায় আবারও নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করেছেন Yashwant Sinha

হাইলাইটস

  • কেন্দ্রের মোদি সরকারের সমালোচনায় যশবন্ত সিনহা
  • মহাভারতের দুই চরিত্রের সঙ্গে বিজেপি নেতৃত্বের তুলনা টানলেন তিনি
  • গত বছরই বিজেপি দল থেকে বেরিয়ে আসেন যশবন্ত সিনহা
নয়া দিল্লি:

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের (Amit Shah) "টুকরে টুকরে" মন্তব্যের প্রতিক্রিয়ায় এবার মুখ খুললেন একসময় গেরুয়া দলেরই পতাকার নিচে থাকা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। বর্তমান মোদি সরকারের তীব্র সমালোচনা করে তাঁর (Yashwant Sinha) টুইট, ‘‌দেশের সবচেয়ে ভয়ঙ্কর টুকরে টুকরে গ্যাংয়ে মাত্র দু'‌জন সদস্য রয়েছেন। দুর্যোধন আর দুঃশাসন। তাঁরা দু'‌জনেই বিজেপিতে আছেন। ‌তাঁদের সামলে চলুন।' সংশোধিত নাগরিকত্ব আইনের (Citizenship Amendment Act) সমালোচনা করে মহাভারতের উদাহরণ তুলে ধরেন ওই অভিজ্ঞ রাজনৈতিক নেতা। মহাভারতে, কুরুক্ষেত্রের দীর্ঘসময়ের ওই যুদ্ধে  দুর্যোধন ও দুঃশাসনই ছিলেন সবচেয়ে নেতিবাচক চরিত্র। এই সপ্তাহের শুরুতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাগরিকত্ব আইন নিয়ে দেশ জুড়ে হওয়া বিক্ষোভের জন্য কংগ্রেসকে দোষারোপ করেন।

এই সপ্তাহের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রকারান্তরে কংগ্রেসকে বিভেদ ছড়ানোর জন্যে দায়ী করেন, পাশাপাশি বিক্ষোভকারীদের "শহুরে নকশাল" হিসাবেও উল্লেখ করেন তিনি।

"কংগ্রেস এবং তার মিত্ররা, কিছু শহুরে নকশাল মিলে এমন গুজব ছড়াচ্ছে যে সমস্ত মুসলমানকে ডিটেনশন সেন্টারে পাঠানো হবে ... না কেউই এই দেশের মুসলমানদের ডিটেনশন সেন্টারে পাঠাবে না এবং ভারতে কোনও ডিটেনশন সেন্টারই নেই ..., "বলেন প্রধানমন্ত্রী মোদি।

দিল্লির 'টুকরে-টুকরে' গ্যাংয়ের একটা শিক্ষা হওয়া উচিত: অমিত শাহ

দিল্লির 'টুকরে-টুকরে' গ্যাংয়ের একটা শিক্ষা হওয়া দরকার। দিল্লিতে গত দু'সপ্তাহ ধরে চলা সিএএ-বিরোধী হিংসাত্মক আন্দোলন প্রসঙ্গে প্রধান বিরোধী দল কংগ্রেসকে কাঠগড়ায় তুলে ওই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লির একটি অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বলেন, "দিল্লির হিংসায় বিরোধীদের উস্কানি আছে। ওরাই জনগণকে ভুলপথে চালিয়েছে। দিল্লির টুকরে-টুকরে গ্যাংয়ের একটা শিক্ষা হওয়া দরকার।' বছর ঘুরলেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। সেই কথা মনে রেখেই আগামী নির্বাচনে কংগ্রেসকে হারানোর ডাক দিয়ে ওই কথা বলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তাঁর আরও অভিযোগ, 'সিএএ নিয়ে সংসদে আলোচনা হয়েছে। সে সময় কেউ (বিরোধী দল) কিছু বলেনি। যেই ওরা সংসদের বাইরে এসেছে মানুষকে ভুল পথে পরিচালনা করছে।'  

সভায় উপস্থিত জনগণের উদ্দেশে অমিত শাহ আবেদন রাখেন, 'আমি বলতে চাই আপনারা কংগ্রেসের নেতৃত্বে চলা টুকরে-টুকরে গ্যাংকে শাস্তি দিন।  ওরাই দিল্লির হিংসার জন্য দায়ী। দিল্লির মানুষের উচিত ওদের শাস্তি দেওয়া।'

রাজনীতির আঙিনায় এবার যিশু? বিজেপিকে মোক্ষম জবাব কংগ্রেস নেতা শিবকুমারের

মনে করা হচ্ছে নাম না করে আসলে মোদি-অমিত শাহ জুটিকেই আক্রমণ করলেন যশবন্ত সিনহা। গত বছরই বিজেপির সঙ্গ ত্যাগ করেন বাজপেয়ীর মন্ত্রিসভার সদস্য যশবন্ত সিনহা। ২০১৮ সালের এপ্রিলে গেরুয়া দল ত্যাগের পর প্রাক্তন মন্ত্রী ঘোষণা করেন যে তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন এবং গণতন্ত্র বাঁচাতে দেশব্যাপী প্রচার করার দিকেই মনোনিবেশ করবেন।

তিনি সাংবাদিকদের বলেন, "দলের শর্তের কারণে আমি বিজেপি ছাড়ছি ... ভারতে গণতন্ত্র চরম বিপদে রয়েছে"।

দেখুন এই ভিডিও:

.