This Article is From Oct 01, 2019

Durga Puja 2019: Rituparna Sengupta-র সাজে দেবীবরণ

শাড়ি, ওয়েস্টার্ন আউট ফিটে প্রতিবছরের মতো ঋতুর এবছরের পুজোও জমজমাট। তারই ঝলক NDTV-র পাতায়

Durga Puja 2019: Rituparna Sengupta-র সাজে দেবীবরণ

Durga Puja 2019: ঋতুর সাজে দেবীবরণ

কলকাতা:

পুজো আসছে আর ঋতুপর্ণা সেনগুপ্ত সাজবেন না নতুন সাজে (Puja Special Fashion), হয় নাকি! প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও পুজোর কেনাকাটা, প্রিয়জনদের উপহার দেওয়ার পর নিজের ওয়্যার ড্রোব গুছিয়েছেন ঋতু (Rituparna Sengupta)। শাড়ি, ওয়েস্টার্ন আউট ফিটে প্রতিবছরের মতো ঋতুর এবছরের পুজোও জমজমাট। তারই ঝলক NDTV-র পাতায়---

g3urmg98

পুজোর একটা দিন ওয়েস্টার্ন আউটফিট চলতেই পারে। ঋতুর মতোই অফ শোল্ডার গোলাপি টপ আর নীল জিন্স সাজে আলাদা মাত্রা আনবে। খোলা চুল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিকের আভা, চোখে মাস্কারা। সাজ কমপ্লিট।

u9rj73e8

ঋতুর আগামী ছবি দত্তা-র লুক। এই সাজ কিন্তু অষ্টমীর জন্য দারুণ। লাল বেনারসীতে সোনালি জরির কাজ, জরির পাড়। সঙ্গে সোনা দিয়ে বাঁধানো মুক্তোর গয়নার সেট। মাঝকপালে টিপ। ঘাড়ের কাছে বেড়া খোঁপা। রেচ্রো লুকে আপনি অনন্যা।

35ajui68

শেষদিনের সাজ হোক আভিজাত্য-আধুনিকতার মিলিজুলিতে। আকাশি নীল সিল্ক শাড়িতে আড়ি কাজের জরি গোলাপি পাড়। জমাটি কাজের সঙ্গে গলায় ভারী সাতনরি হার। খোলা চুলে, বড় টিপে, ঠোঁটের গাঢ় রঙে ঋতুর দেবীবরণ সাড়া।

দেখুন পুজোর ভিডিও:

.