This Article is From Nov 17, 2019

জিআই তকমা পেল দার্জিলিংয়ের সবুজ ও সাদা চা

সব মিলিয়ে দার্জিলিংয়ে ৮.৫ মিলিয়ন কেজি চা প্রতি বছর উৎপাদিত হয় দার্জি‌লিংয়ে।

জিআই তকমা পেল দার্জিলিংয়ের সবুজ ও সাদা চা

‘দার্জিলিং টি অ্যাসোসিয়েশন’-এর তরফে একথা জানানো হয়েছ।

কলকাতা:

জিআই (GI Tag) তকমা পেল দার্জিলিংয়ের (Darjeeling) সবুজ ও সাদা চা (Darjeeling Tea)। ‘দার্জিলিং টি অ্যাসোসিয়েশন'-এর তরফে একথা জানানো হয়েছে। শনিবার জানানো হয়েছে, গত অক্টোবর থেকে দার্জিলিংয়ের ওই দুই চা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস অফ গুডস (রেজিস্ট্রেশন অ্যান্ড প্রোটেকশন) অ্যাক্ট ১৯৯৯-এ অধীনে নথিবদ্ধ হল। জানানো হয়েছে, ২০১৭ সালের ডিসেম্বর মাসে টি বোর্ডের তরফে একটি আবেদন জমা দেওয়া হয় এই মর্মে।

সব মিলিয়ে দার্জিলিংয়ে ৮.৫ মিলিয়ন কেজি চা প্রতি বছর উৎপাদিত হয় দার্জি‌লিংয়ে। সবুজ চা ১ মিলিয়ন কেজি ও সাদা চা এক লক্ষ কেজি উৎপাদিত হয়।

.