This Article is From Mar 13, 2019

পোস্টকার্ডে লিখে জানান কী বদলাতে চান সমাজে: ডান্ডি অভিযানের বার্ষিকীতে অভিনব পন্থা

Dandi March Anniversary: মহাত্মা বলেছিলেন, বিশ্বে যে পরিবর্তন আপনি দেখতে চান নিজেই সেই পরিবর্তন হয়ে উঠুন।

পোস্টকার্ডে লিখে জানান কী বদলাতে চান সমাজে: ডান্ডি অভিযানের বার্ষিকীতে অভিনব পন্থা

চেঞ্জ 150 হ'ল মহাত্মা গান্ধীর পরিবর্তন মন্ত্রে অনুপ্রাণিত হয়ে সারা দেশের যুব সম্প্রদায়ের কাছ থেকে অন্তত ১০ লক্ষ পরিবর্তনের পরিকল্পনা সংগ্রহ করার উদ্যোগ

নিউ দিল্লি:

ঐতিহাসিক ডান্ডি অভিযানের বার্ষিকী (anniversary of the historic Dandi March) হিসাবে মঙ্গলবার থেকে দিল্লি শহরে ১৫০ টি সাইকেল রিকশা মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) পরিবর্তনের মন্ত্রকে নিয়ে নেমে পড়েছে রাস্তায়। মহাত্মা বলেছিলেন, বিশ্বে যে পরিবর্তন আপনি দেখতে চান নিজেই সেই পরিবর্তন হয়ে উঠুন (Be the change you wish to see in the world)। এই বাণীকে মাথায় রেখেই রাজধানীর সড়কপথে নেমে পড়েছে দেড়শো রিকশা। আম জনতার কাছে তাঁদের একটাই অনুরোধ। সাধারণ একটা পোস্ট কার্ডে অন্তত একটা করে পরিবর্তনের পরিকল্পনা লিখে জানান। 

“স্যার নয়, আমাকে রাহুল বলেই ডেকো”, পড়ুয়াদের মাঝে বললেন কংগ্রেস সভাপতি

কেরলের একটি এনজিও লেটার ফার্মসের উদ্যোগে চেঞ্জ 150 (Change150) প্রকল্পের আওতাতেই এই সাইকেল রিকশা অভিযান শুরু হয়েছে। চেঞ্জ 150 হ'ল মহাত্মা গান্ধীর পরিবর্তন মন্ত্রে অনুপ্রাণিত হয়ে সারা দেশের যুব সম্প্রদায়ের কাছ থেকে অন্তত ১০ লক্ষ পরিবর্তনের পরিকল্পনা সংগ্রহ করার উদ্যোগ। এই রিকশাগুলিতে হিন্দিতে ছাপানো বার্তাগুলির মধ্যে দিয়ে জনসাধারণকে উদ্ভাবনী সামাজিক পরিবর্তনের ধারণা সম্পর্কে চিন্তা করতে এবং যে পরিবর্তনটি তাঁরা দেখতে চান তা পোস্টকার্ডে লিখে সই করে জমা দিতে বলছেন আয়োজকরা।

শুধু মিমি, নুসরত নয় চোখ ধাঁধানো তৃণমূলের প্রার্থী তালিকায় ৪১ শতাংশই মহিলা এবার

প্রায় ১৬ টি রাজ্যের মানুষ তাদের পরিবর্তন সংক্রান্ত মতামত ও পরিকল্পনা লিখে এই সংস্থার কেরলের ঠিকানায় পোস্ট করেছেন। জাতীয় গান্ধী জাদুঘরে (National Gandhi Museum) এমনই পরিবর্তনের ধারণা লেখা ১৫০ টি পোস্টকার্ড প্রদর্শিত হবে। গত বছরের ২ অক্টোবর লেটার ফার্মসের এই প্রকল্পটি শুরু হয়।

জাতীয় গান্ধী জাদুঘরের পরিচালক এ আন্নামালাই বলেন, “আমরা জীবনের সমস্ত প্রান্ত থেকে, বিশেষ করে যারা অর্থনৈতিক পিরামিডের নীচের স্তরে রয়েছেন সেই মানুষদের বাপুজির বার্তা দিয়ে অনুপ্রাণিত করতে চাই। তাঁরা জীবনে কীভাবে সেই বার্তা বহন করে নিয়ে যান তাও দেখতে চাই। আমরা আশা করি আগামী কয়েক মাসে সারা ভারতের বিভিন্ন ভাষাভাষীর মানুষ তাঁদের পরিবর্তনের ধারণাগুলি জানাবেন, আমরা তা প্রদর্শন করবো।” সারা বছর ধরেই জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.