
উদ্ধার হওয়া মৎস্যজীবীরা ভাল আছেন এবং তাঁদের কোনওরকম চোট আঘাত লাগেনি বলে জানানো হয়েছে।
সমুদ্রে ঘূর্ণিঝড়ে ‘কিয়ার'-এর (Cyclone Kyarr) প্রকোপে পড়া ১৭ জন মৎস্যজীবীকে (Fishermen) মুম্বইয়ের পশ্চিম উপকূল থেকে উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী (Indian Navy)। নৌবাহিনীর তরফে একথা জানানো হয়েছে। ওই বোটটির ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে বোটটি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে যাচ্ছিল। ভারতীয় নৌবাহিনীর রণতরী আইএনএস তেজ আরব সাগর থেকে ফিরছিল। তখনই তাদের নজরে পড়ে ওই মৎস্যজীবীরা। নৌসেনার তরফে টুইট করে ওই মৎস্যজীবীদের উদ্ধার করার কথা জানায়। তারা জানিয়েছে, আইএনএস তেজ ১৭ জন মৎস্যজীবীকে ডুবন্ত মাছ ধরার বোট ‘বৈষ্ণো দেবী মাতা' থেকে উদ্ধার করেছে মুম্বই হাই থেকে অত্যন্ত মারাত্মক ঘূর্ণিঝড়ের আবহাওয়া থেকে।
মুক্তির দাবিতে অনশন শুরু রাজীব গান্ধি হত্যাকাণ্ডে দোষী নলিনী শ্রীহরণের
#INSTeg Rescues 17 fishermen from a sinking fishing boat Vaishno Devi Mata off Mumbai High in very #severecyclonic weather & trying conditions in the nick of time. Boat sinks moments after all fishermen rescued by #IndianNavy ship. #MaritimeRescue#RescueatSea#RescueOperationspic.twitter.com/fp0ijthJlM
- SpokespersonNavy (@indiannavy) October 26, 2019
অনেক কসরত করে নৌসেনা ওই ১৭ জনকে বোট থেকে উদ্ধার করেছে। মৎস্যজীবীদের উদ্ধার করার অব্যবহিত পরেই বোটটি ডুবে যায়।
উদ্ধার হওয়া মৎস্যজীবীরা ভাল আছেন এবং তাঁদের কোনওরকম চোট আঘাত লাগেনি বলে জানানো হয়েছে।
দীপাবলির আগের রাতে জঙ্গি হামলা শ্রীনগরে, গুরুতর আহত ৬
সাইক্লোন ‘কিয়ার' ‘অত্যন্ত মারাত্মক' আকার ধারণ করতে পারে এবং পশ্চিম-উত্তরপশ্চিম প্রান্তে গিয়ে ওমান উপকূলে আছড়ে পড়তে পারে ১৪ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে। শনিবার আবহাওয়া দফতরের তরফে একথা জানানো হয়।
গোয়ায় উদ্ধারকারী দল মোতায়েন রয়েছে। কর্নাটক, মহারাষ্ট্র ও গুজরাতের কিছু অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শনিবার ভারতীয় উপকূল বাহিনী উদ্ধারকার্য শুরু করেছে। ১০টি নৌকা, চারটি বিমান ও দু'টি হেলিকপ্টারের সাহায্যে সমুদ্রে আটকে পড়া মৎস্যজীবীদের বোটকে খুঁজে চিহ্নিত করে উদ্ধার করার কাজ চালানো হবে বলে জানানো হয়েছে।
আলোর উৎসব দীপাবলি সামনেই। কেমন করে সাজবেন, কেমন করে সাজাবেন নিজেকে? শর্বরী দত্তর ‘শূন্য'-তে রয়েছে তার সন্ধান।