This Article is From May 21, 2020

সাইক্লোন আম্ফানকে জাতীয় দুর্যোগ ঘোষণা করতে হবে, দাবি সিপিআইএমের

সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানান, সাইক্লোন “আলিয়া” এবং “বুলবুলের” থেকেও বেশি ধ্বংসাত্মক আম্ফান

সাইক্লোন আম্ফানকে জাতীয় দুর্যোগ ঘোষণা করতে হবে, দাবি সিপিআইএমের

সাইক্লোন আম্ফানের ফলে এ রাজ্যে ৭২ জনের মৃত্যু হয়েছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি:

জাতীয় দুর্যোগ  (Cyclone Amphan) জাতীয় দুর্যোগ (National Calamity) ঘোষণা করতে হবে, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের মানুষের কেন্দ্রের সাহায্য প্রয়োজন, বৃহস্পতিবার দাবি তুলল সিপিআইএম (CPIM)। সাইক্লোন আম্ফানের ফলে এ রাজ্যে ৭২ জনের মৃত্যু হয়েছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওড়িশাতেও বহু মানুষের মৃত্যু হয়েছে। দলের তরফে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, “এই মুহুর্তে ত্রাণ ও পুর্নবাসন প্রয়োজন। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে, দেশের মানুষ ইতিমধ্যেই নাজেহাল। দুই রাজ্যের মানুষের অতি সত্ত্বর দেশের মানুষ ও সরকারের সমর্থন ও সহমর্মিতা প্রয়োজন”। আরও বলা হয়েছে, “কেন্দ্রীয় সরকারের অতি সত্ত্বর অবশ্যই এটিকে জাতীয় দুর্যোগ ঘোষণা করতে হবে এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে হবে”।

ট্যুইট করে সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানান, সাইক্লোন “আলিয়া” এবং “বুলবুলের” থেকেও বেশি ধ্বংসাত্মক আম্ফান।

সীতারাম ইয়েচুরি বলেন, “করোনা ভাইরাস এবং তার প্রভাবে মানুষ যখন সঙ্কটের মুহুর্তে আমরা তাঁদের সঙ্গে রয়েছি।এটা কঠিন সময়, এই দুর্যোগের মুহুর্তে সবাইকে সাহায্যের জন্য এগিয়ে আসতে হবে”।

রাজ্যে সিপিআইএমের সম্পাদক সূর্যকান্ত মিশ্রের তরফেও ট্যুইট করে আম্ফানকে জাতীয় দুর্যোগ ঘোষণার দাবি তোলা হয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.