This Article is From Apr 21, 2020

শহরের বিভিন্ন জায়গা পরিদর্শন মুখ্যমন্ত্রীর, সবাইকে ঘরে থাকার বার্তা

মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, মুম্বই, পুনে, ইন্দোর, জয়পুর, কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় পরিস্থিতি “খুবই গুরুতর”

শহরের বিভিন্ন জায়গা পরিদর্শন মুখ্যমন্ত্রীর, সবাইকে ঘরে থাকার বার্তা

শহরের বিভিন্নপ্রান্তে ঘুরে মানুষকে ঘরে থাকার পরামর্শ দিলেন তিনি

কলকাতা:

করোনা অতিমারীর (COVID-19 Pandemic) বিরুদ্ধে সচেতনতার বার্তা দিতে মঙ্গলবার আবারও পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এদিন শহরের বিভিন্নপ্রান্তে ঘুরে মানুষকে ঘরে থাকার পরামর্শ দিলেন তিনি। এদিন দুপুরের পরে পার্ক সার্কাস, তপশিয়া, রাজাবাজার এলাকায় যান মু্খ্যমন্ত্রী। তিনি বলেন, “আমি আমার সমস্ত ভাই বোনকে বাড়িতেই থাকার অনুরোধ করছি, কারণ, অতিমারীকে রোখার এটাই একমাত্র রাস্তা। আমরা কখনও এই ধরণের লকডাউন দেখিনি, তবে এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে এর প্রয়োজন”। মুখ্যমন্ত্রী আরও বলেন, “যদি আপনাদের কোনও সমস্যা হয়, তাহলে তা সম্পর্কে পুলিশকে জানান। তাঁরা আপনাদের সাহায্য করবে”। গাড়ির ভিতর থেকে সাংবাদিকদের এমনই বলেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, মুম্বই, পুনে, ইন্দোর, জয়পুর, কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় পরিস্থিতি “খুবই গুরুতর” এবং লকডাউন ভাঙায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.