This Article is From Mar 13, 2020

আতঙ্কিত হবেন না, বড় জমায়েত এড়িয়ে চলুন, করোনা রুখতে মুখ্যমন্ত্রীর পরামর্শ

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কাশতে শুরু করলেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ভাববেন না। যে কোনও ফ্লুয়ের এটা সাধারণ উপসর্গ। কিন্তু সাবধানতা অবলম্বন করুন।

আতঙ্কিত হবেন না, বড় জমায়েত এড়িয়ে চলুন, করোনা রুখতে মুখ্যমন্ত্রীর পরামর্শ

কলকাতায় ‘খেল সম্মান’-এর অনুষ্ঠানে বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল)

হাইলাইটস

  • সকলকে সাবধানতা অবলম্বনের জন্য বড় জমায়েতে হাজির না হতে আর্জি মুখ্যমন্ত্রীর
  • কাউকে অযথা আতঙ্কিত হতে বারণ করেন তিনি
  • শুক্রবার নেতাজি ইন্ডোরে এক অনুষ্ঠানে এসে একথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা:

করোনা ভাইরাস (COronavirus) নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য রাজ্যবাসীর কাছে আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার তিনি সকলকে সাবধানতা অবলম্বনের জন্য বড় জমায়েতে হাজির না হতে আর্জি জানান। ‘খেল সম্মান'-এর অনুষ্ঠানে এসে মমতা বলেন, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কিন্তু সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত। তিনি বলেন, ‘‘কাশতে শুরু করলেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ভাববেন না। যে কোনও ফ্লুয়ের ক্ষেত্রে এটা সাধারণ উপসর্গ। কিন্তু সাবধানতা অবলম্বন করুন। এবং যদি আপনার উচ্চ তাপমাত্রা থাকে দীর্ঘ সময় ধরে তাহলে চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা করান।''

দিল্লিতে আরও এক করোনা আক্রান্তের সন্ধান, সহকর্মীদের দিকেও কড়া নজর

তিনি আরও বলেন, ‘‘আমি জানি এখনও পর্যন্ত করোনা ভাইরাসের কোনও ওষুধ আবিষ্কৃত হয়নি। কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন বেশি জ্বর থাকলে বাড়িতে ১৪ দিন বিশ্রাম নিতে, কারও সঙ্গে করমর্দন না করতে এবং কারও সঙ্গে কথা বলার সময় পাঁচ মিটার দূরত্ব অবলম্বন করতে।''

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি বিশেষজ্ঞ নই। কিন্তু কেউ কেউ বলছেন, যদি জ্বর বাড়েও করোনা ভাইরাসকে অনেক দূর পর্যন্ত নিয়ন্ত্রণে রাখা যায়।''

বেঙ্গালুরুর গুগল কর্মীর শরীরে করোনা সংক্রমণ, অন্যদের বাড়ি থেকে কাজের নির্দেশ

অনুষ্ঠানে উপস্থিত ক্লাবগুলিকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, প্রত্যেক ক্লাবকে খেলার সরঞ্জাম কেনার জন্য যে ৩ লক্ষ টাকা দেওয়ার কথা তা পৌঁছে দেওয়া হবে শিগগিরি।

এদিন তিনি আরও ডানান, হাওড়ার ডুমরজলা স্টেডিয়ামের নামকরণ করা হবে কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্নার নামে।

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই অনুষ্ঠানে এসে এই কথা জানান মুখ্যমন্ত্রী। ওই স্টেডিয়ামে ১২,০০০ আসনসংখ্যা। এদিন তা পুরোপুরি ভরা ছিল। মমতা জানান, যেহেতু এই অনুষ্ঠানের পরিকল্পনা করোনা-আতঙ্ক শুরু হওয়ার আগে হয়েছিল, তাই তা বাতিল করা হয়নি। তবে অনুষ্ঠানটি কেটে ছোট করা হয়েছে বলে তিনি জানান।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘খেলাকে কখনও বন্ধ করা যায় না। কিন্তু আমাদের এটাকে ছোট আকারে করতে হয়েছে, সাবধানতার সঙ্গে, সকলের নিরাপত্তার কথা মাথায় রেখে। ''

.