This Article is From Mar 18, 2020

সংক্রমণ এড়াতে বাংলায় কর্মসূচি শিকেয় তুলল রাজনৈতিক দলগুলো

ইতিমধ্যে লন্ডন ফেরত এক তরুণের সংক্রমণ ঘিরে শোরগোল পড়েছে শহরে

সংক্রমণ এড়াতে বাংলায় কর্মসূচি শিকেয় তুলল রাজনৈতিক দলগুলো

ইতিমধ্যে লন্ডন ফেরত এক তরুণের সংক্রমণ ঘিরে শোরগোল পড়েছে শহরে। যদিও সূত্রের খবর সেই তরুণের পরিবারের সংক্রমণ রিপোর্ট নেগেটিভ। (প্রতীকি ছবি)

কলকাতা:

করোনা সংক্রমণ প্রতিরোধে সব ধরণের রাজনৈতিক কর্মসূচি বন্ধ রাখল শাসক-বিরোধী পক্ষ (Suspend All Political Gatherings)। পশ্চিমবঙ্গের ডান-বাম সব রাজনৈতিক দল করোনা সংক্রমণ এড়াতে (Corona Outbreak), সচেতনতা বাড়াতে তাদের কর্মীদের পরামর্শ দিয়েছে। ইতিমধ্যে লন্ডন ফেরত এক তরুণের সংক্রমণ ঘিরে শোরগোল পড়েছে শহরে। যদিও সূত্রের খবর সেই তরুণের পরিবারের সংক্রমণ রিপোর্ট নেগেটিভ। তাও উদ্বেগ কাটছে না। রবিবার থেকে মঙ্গলবার, সেই তরুণের এই ৩-দিনের গতিবিধি পর্যালোচনা করছে রাজ্য স্বাস্থ্য দফতর। এই পরিস্থিতিতে সব রাজনৈতিক কর্মসূচি শিকেয় তুলল তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, সিপিআইএম এবং বিজেপি (All Political Parties in Bengal)। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, সাময়িকভাবে রাজনৈতিক জমায়েত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এখন অত্যন্ত প্রয়োজনে কিছু মানুষের সংস্পর্শে আসছি। অবশ্যই সতর্কতা অবলম্বন করে। 

সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, প্রস্তাবিত সব জনসভা, পদয়াত্রা স্থগিত রেখেছে দল। আমরা আমদের দলীয় কর্মীদের বলেছি কোনওপ্রকারে গণজমায়েত আয়োজন না করতে। একই ভাবে প্রস্তাবিত রাজনৈতিক কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধনাত নিয়েছে বিজেপি ও কংগ্রেস। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.