This Article is From Apr 28, 2020

নীতি আয়োগের কর্মী করোনা পজিটিভ, সিল করা হল অফিস বিল্ডিং

ওই ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারান্টাইনে পাঠা‌নো হয়েছে। তাঁর সংস্পর্শে আর কারা এসেছিল খতিয়ে দেখা হচ্ছে তাও।

নীতি আয়োগের কর্মী করোনা পজিটিভ, সিল করা হল অফিস বিল্ডিং

Coronavirus: বিল্ডিংটি জীবাণুমুক্ত করার কাজ চলছে।

নয়াদিল্লি:

৪৮ ঘণ্টার জন্য সিল করে দেওয়া হল দিল্লিতে অবস্থিত নীতি আয়োগের (NITI Aayog) অফিস বিল্ডিং। সেখানকার এক কর্মী কোভিড-১৯ (COVID-19) পজিটিভ হওয়ার পরই এই সিদ্ধান্ত। ওই ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারান্টাইনে পাঠা‌নো হয়েছে। নীতি আয়োগের তরফে একথা জানানো হয়েছে। ওই কর্মীদের সংস্পর্শে আর কারা এসেছিল খতিয়ে দেখা হচ্ছে তাও। একটি টুইট করে নীতি আয়োগের তরফে জানানো হয়েছে, ‘‘নীতি ভবনে কর্মরত এক কর্মী কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। সকলা ৯টায় কর্তৃপক্ষকে একথা জানানো হয়েছে। নীতি আয়োগ স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন অনুযায়ী প্রয়োজনীয় প্রোটোকল অনুসরণ করবে। ভবনটি সিল করে দেওয়া হয়েছে।''

নীতি আয়োগের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভবনটিতে স্যানিটাইজেশনের কাজ চলছে।

খুব সামান্য করোনা লক্ষণ যুক্ত রোগীদের বাড়িতেই পর্যবেক্ষণে রাখা যেতে পারে, পরামর্শ স্বাস্থ্যমন্ত্রকের

সংবাদ সংস্থা পিটিআইকে নীতি আয়োগের উপদেষ্টা অলোক কুমার জানিয়েছেন, ‘‘একজন ডিরেক্টর পর্যায়ের আধিকারিক, যিনি নীতি ভবনে কাজ করতেন তাঁর শরীরে কোভিড-১৯ সংক্রমণ মিলেছে। আজ সকাল ৯টায় উনি ওঁর রিপোর্ট পান এবং কর্তৃপক্ষকে জানান।''

সম্ভবত সেপ্টেম্বরেই বাজারে আসবে করোনা ভ্যাকসিন, দাবি ভারতীয় সংস্থার

সম্প্রতি বিমান পরিবহন মন্ত্রকের সদর দফতরও সিল করা হয় সেখানকার এক কর্মী গত ১৫ এপ্রিল কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর।

গত সোমবার সুপ্রিম কোর্টের এক কর্মীও করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর সংস্পর্শে আসা দুই কোর্ট রেজিস্ট্রারকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিজেদের কোয়ারান্টাইনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

(তথ্য সহায়তা: পিটিআই)

.