This Article is From Jul 31, 2018

বিশ্বব্যাপী টেন্ডার ডাকতে চলেছে কোল ইন্ডিয়া

ক্রমবর্ধমান কয়লার চাহিদার সঙ্গে যুঝতে পারার লক্ষ্য নিয়ে প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার জন্য বিশ্বব্যাপী টেন্ডার ডাকার সিদ্ধান্ত নিল কোল ইন্ডিয়া।

বিশ্বব্যাপী টেন্ডার ডাকতে চলেছে কোল ইন্ডিয়া

আগামী তিন থেকে চার বছরের মধ্যে তাঁদের লক্ষ্য হল এই সংখ্যাটিকে এক বিলিয়ন টনে নিয়ে যাওয়া।

কলকাতা:

ক্রমবর্ধমান কয়লার চাহিদার সঙ্গে যুঝতে পারার লক্ষ্য নিয়ে প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার জন্য বিশ্বব্যাপী টেন্ডার ডাকার সিদ্ধান্ত নিল কোল ইন্ডিয়া।

“আমরা আগামী তিন বছরের মধ্যে 12, 000-13, 000 কোটি টাকার কয়লা খাদানের যন্ত্রপাতি কিনব”, গতকাল বলেন কোল ইন্ডিয়ার চেয়ারম্যান অনিল কুমার ঝা। তিনি আরও বলেন, এই বছরের চুক্তির 4000-5000 কোটি টাকা নিয়ে ইতিমধ্যেই বিক্রেতার সঙ্গে কথা হয়ে গিয়েছে।

তিনি বলেন, তাঁদের প্রত্যাশা অনুযায়ী, পিএসইউ-এর পক্ষ থেকে যে নিলাম ডাকা হল তা আন্তর্জাতিক মানের সমকক্ষ হয়ে উঠতে পারবে।

কোল ইন্ডিয়া সংস্থা ইতিমধ্যে 2018-19 মরশুমের জন্য 630 মিলিয়ন টন উৎপাদনের লক্ষ্যমাত্রা রেখে ফেলেছে। আগামী তিন থেকে চার বছরের মধ্যে তাঁদের লক্ষ্য হল এই সংখ্যাটিকে এক বিলিয়ন টনে নিয়ে যাওয়া।

আন্তর্জাতিক মানে কর্মী প্রতি প্রতি শিফটে যে 13 টনের লক্ষ্যমাত্রা রয়েছে, তার তুলনায় কোল ইন্ডিয়ার উৎপাদনের মাত্রা অনেকটাই কম। তাঁর কথায়, কয়লা মন্ত্রক থেকে কোল ইন্ডিয়াকে আন্তর্জাতিক মানের নিরিখে লক্ষ্যমাত্রা স্থির করে এগিয়ে চলার ব্যাপারে স্পষ্ট নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে।

উৎপাদনের মান, সরঞ্জামের কার্যকারিতা, প্রতি ইউনিটে উৎপাদন এবং তার পরিবেশগত ইতিবাচক ও নেতিবাচক প্রভাবকে মাথায় রেখেই এই লক্ষ্যমাত্রা তৈরি করতে বলা হয়েছে বলে জানা গিয়েছে।  



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.