This Article is From Dec 16, 2018

দৌড়ে আছেন চার জন, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতে পারে আজ

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম আজ ঘোষণা হতে পারে। দৌড়ে রয়েছেন চার জন। তাঁর মধ্যেই কেউ হচ্ছেন কিনা তা জানা যেতে পারে আজ।

দৌড়ে আছেন চার জন, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতে পারে আজ

ছত্তিশগড়  বিধানসভার ৯০টির মধ্যে ৬৮টি এখন কংগ্রেসের দখলে।

হাইলাইটস

  • শনিবার ছত্তিশগড়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন রাহুল
  • আজ পরিষদীয় দলের বৈঠকের পর সিদ্ধান্ত ঘোষণা হতে পারে
  • ৯০ আসনের বিধাণশভায় ৬৮ টি জিতেছে কংগ্রেস
রায়পুর:

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম আজ ঘোষণা হতে পারে। দৌড়ে রয়েছেন চার জন। তাঁর মধ্যেই কেউ হচ্ছেন কিনা তা জানা যেতে পারে আজ। গতকাল  মুখ্যমন্ত্রিত্বের  অন্যতম প্রধান দাবিদার ভূপেশ  বাঘেল সহ বাকিদের সঙ্গে  হাসি মুখে  ছবি তুলে  পোস্ট করেন  কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে  কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকের পর দুপুর সাড়ে  বারোটা নাগাদ নাম ঘোষণা হতে পারে। চার জনের মধ্যে  সবার প্রথমে রয়েছেন টি এস সিং দেও। এতদিন ছত্তিশগড়ের বিরোধী দল নেতা ছিলেন তিনি। এরই মধ্যে ছত্তিশগড়ে পৌঁছে  গিয়েছেন বাঘেল। তিনি জানান রায়পুরে এসে কেন্দ্রীয় নেতারা নিজেদের সিদ্ধান্তের কথা ঘোষণা করবেন। বাঘেল এবং সিং দেও ছাড়া  প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চরণদাস মোহান্তও লড়াইয়ে এগিয়ে রয়েছেন।       

অর্থ পুনরুদ্ধার নয়, ভারত বরং আমাকে দেশে ফেরানো নিয়ে বেশি চিন্তিতঃ বিজয় মালিয়া

ছত্তিশগড় কংগ্রেসের পর্যবেক্ষক পি এল পুনিয়া জানিয়েছেন, শপথ গ্রহণের অনুষ্ঠান হবে  সোমবার বিকেল সাড়ে  চারটের সময়। অতএব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার কোনও প্রয়োজন নেই।    

বিজেপির দাবি গত মঙ্গলবার ফলাফল প্রকাশিত হওয়ার চার দিন পরও মুখ্যমন্ত্রী পদে কাউকে  খুঁজে পেল না কংগ্রেস।এর থেকেই কংগ্রেসের ভেতরের চিত্রটা  কেমন সেটা জানা যায়। পাল্টা  প্রতিক্রিয়া  দিয়েছে  কংগ্রেস। সিংদেও বলেছেন আমাদের দলে যোগ্য প্রার্থীর সংখ্যা একের বেশি। তাই প্রার্থী  নির্বাচনে সময় লাগছে। আর বিজেপি নিজে মুখ্যমন্ত্রী ঠিক করতে  সাত- আট দিন করে  সময় নেয়। তাই ওদের এ ব্যাপারে কথা বলা উচিত নয়।

রাফাল-রায়ে 'তথ্যগত ত্রুটি' রয়েছে, সুপ্রিম কোর্টকে সংশোধনের অনুরোধ কেন্দ্রের

দীর্ঘ ১৫ বছর বাদে ক্ষমতাচ্যুত হয়েছে  বিজেপি। ছত্তিশগড়  বিধানসভার ৯০টির মধ্যে ৬৮টি এখন কংগ্রেসের দখলে। আর এই বিধায়ক দলের নেতা কে হবেন সেটা জানা যেতে পারে আর কিছু সময়ের মধ্যেই।                             

 

.