This Article is From Sep 08, 2019

চন্দ্রপৃষ্ঠে অবস্থান করছে চন্দ্রযানের ল্যান্ডার,জানালেন ইসরো প্রধান: রিপোর্ট

Chandrayaan 2 Vikram lander: ১,০০০ কোটি টাকার চন্দ্রযান-২ মিশল সফল করে ইতিহাসের পাতায় নাম তোলার আশা ছিল ভারতের

Chandrayaan 2 lander: শনিবার কে শিভান জানান, ১৪ দিন, ল্যান্ডারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হবে

হাইলাইটস

  • চন্দ্রপৃষ্ঠে অবস্থান করছে ল্যান্ডার চন্দ্রযান-২ বিক্রম
  • যোগাযোগের চেষ্টা করছে ইসরোর গ্রাউন্ড স্টেশন
  • ইসরো জানিয়েছে, ল্যান্ডারর থার্মাল ইমেজ সংগ্রহ করেছে লুনার অরবিট
বেঙ্গালুুরু/নয়াদিল্লি:

চন্দ্রযান-২-এর (Chandrayaan 2) ল্যান্ডার বিক্রম (lander Vikram), চাঁদের মাটিতে অবস্থান করছে এবং তারসঙ্গে যোগাযেগের চেষ্টা করছে গ্রাউন্ড স্টেশন, রবিবার, ইসরো (ISRO) প্রধান কে শিভানকে (K Sivan) উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। শনিবার ভোররাতে চাঁদের দক্ষিণ মেরুর পৃষ্ঠে ধীরে ধীরে অবতরণের সময়, চন্দ্রযান-২ এর তিনটির মধ্যে অন্যতম অংশ ল্যান্ডার বিক্রমের সঙ্গে কন্ট্রোলরুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চাঁদের পৃষ্ঠ থেকে মাত্র ২.১ কিলোমিটার দূরে যোগাযোগ বিচ্ছিন্ন হয় ল্যান্ডারের। ইসরো প্রধান কে শিভান বলেন, “হ্যাঁ, চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডারকে আমরা বসাতে পেরেছি। এটা খুবই কঠিন অবতরণ”, পাশাপাশি তিনি জানান, এই পরিস্থিতিতে ল্যান্ডারটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, তা স্পষ্ট নয়।

Chandrayaan 2: আমেরিকা জানাল চন্দ্রাভিযান ‘ভারতের জন্য এক বিরাট পদক্ষেপ'

ডঃ শিবানকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ল্যান্ডারের একটি থার্মাল ছবি সংগ্রহ করেছে অরবিট। তাঁকে উদ্ধত করে বলা হয়েছে, “...ল্যান্ডারের একটি থার্মাল ইমেজ সংগ্রহ করেছে অরবিটার। তবে এখনও পর্যন্ত কোনও যোগাযোগ নেই। খুব দ্রুতই যোগাযোগ করা যাবে”।

বিক্রমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে ইসরো, একজন পদস্থ আধিকারিককে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ করাতে পারার “সম্ভাবনা খুবই কম”।

আরেক আধিকারিক জানিয়েছেন, “দ্রুত গতিতে” অবতরণের অর্থ বিক্রম, যাকে তৈরি করা হয়েছে “ধীরে ধীরে অবতরণের” জন্য, তার সঠিক দিক নির্দেশ নেই, কারণ সে চারপায়ে অবতরণ দাঁড়াতে পারবে না।

১,০০০ কোটি টাকার চন্দ্রযান-২ মিশল সফল করে ইতিহাসের পাতায় নাম তোলার আশা ছিল ভারতের। ধীরে ধীরে চাঁদেরপৃষ্ঠে অবতরণ সফল হলে, আমেরিকা, রাশিয়া এবং চিনের পরেই চতুর্থ দেশ হত ভারত। পাশাপাশি প্রথমবারের চেষ্টাতেই, চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানোর ক্ষেত্রে প্রথম দেশ হত ভারত।

দুরদর্শনকে দেওয়া এক বিবৃতিতে ইসরো প্রধান কে শিবম শেষ পর্যায়ে ভুল কাজের অভিযোগ করেন। তিনি বলেন, “সঠিকভাবে শেষ পর্যায়ের কাজ হয়নি। এই পর্যায়ে আমাদের যোগাযোগ বিচ্ছ্ন্ন হয়েছে, এবং পরে আর যোগাযোগ করা যায়নি”।

Chandrayaan 2: আগামী ১৪ দিন ধরে আমরা বিক্রম ল্যান্ডার খুঁজব, জানালেন ইসরো প্রধান

এর আগে, ধীরে ধীরে অবতরণের শেষ কয়েক মিনিটকে সবচেয়ে কৌশলী বলে সেই সময়কে “আতঙ্কের ১৫ মিনিট” বলে মন্তব্য করেন ইসরো প্রধান।

তিনি বলেন, “এটা খুবই জটিল বিষয়, এবং আমাদের কাছে নতুন। যাঁরা আগে করেছেন, তাঁদের কাছেও এটা কঠিন বিষয়। আমরা এটা প্রথমবার করছি, সেই কারণে আমাদের কাছে হবে আতঙ্কের ১৫ মিনিট”।

ল্যান্ডারের মধ্যে ছিল বিক্রম এবং রোভার প্রজ্ঞান, চাঁদের একদিন বা পৃথিবীর ১৪ দিনের কাজ করার কথা ছিল তাদের, চাঁদের পৃষ্ঠ এবং বিভিন্ন তার আশপাশে পরীক্ষানিরীক্ষা চালাত তারা।

লুনার অরবিটার বা চাঁদের অরবিটার, সাত বছর কাজ করবে বলে আশা করা হচ্ছে, চাঁদের বিবর্তন, তার খনিজের সন্ধান করা এবং মেরু অঞ্চলে জলের অণুর সন্ধান চালাবে।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর চন্দ্রায়ণ-২-এর ল্যান্ডার সম্পর্কে কী বললেন ইসরো প্রধান

২২ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে GSLV Mark III rocket চেপে রওনা হয় চন্দ্রযান-২। প্রথমে ১৫ জুলাই সেটির উৎক্ষেপণের দিন ধার্য করা হয়, তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে, সেদিন একঘন্টারও কম সময়ের ব্যবধানে তা বাতিল করা হয়।

২০ অগস্ট সোমবার বেলা ১.৫৫-এ সফলভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ করে যানটি। অরবিটার থেকে আলাদা হয়ে যায় বিক্রম।

পিটিআই ও এএনআইয়ের তথ্য সংযোজিত হয়েছে)

.