This Article is From Jul 05, 2020

বছরের তৃতীয় চন্দ্রগ্রহণ! আজ দেখুন লাইভ স্ট্রিমিং

দক্ষিণ-পশ্চিম ইউরোপ, মধ্যে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, ভারত মহাসাগর আর অ্যান্টার্টিকা থেকে দেখা যাবে এই গ্রহণ

বছরের তৃতীয় চন্দ্রগ্রহণ! আজ দেখুন লাইভ স্ট্রিমিং

আর কিছুক্ষণের মধ্যেই চন্দ্রগ্রহণ।

মুম্বই:

Chandra Grahan 2020: রাত ৮টা ৩৭মিনিটে শুরু হবে বছরের তৃতীয় চন্দ্রগ্রহণ (Lunar Eclipse)। রবিবারের গ্রহণ উপছায়া গ্রহণ। জানা গিয়েছে, সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী এলে চন্দ্রগ্রহণ হয়। কিন্তু উপছায়া গ্রহণে সূর্য-পৃথিবী-চাঁদ এক সরলরেখায় থাকে না। তাই সূর্যের আলো পুরো আটকাতে পারে না পৃথিবী। যতটুকু আটকায় তার ছায়া চাঁদে পড়লে উপছায়া গ্রহণ হয়। এই প্রক্রিয়াকে পিনুম্ব্রা (Pnubra) বলা হয়। সেই কারণে এক বছরে তিনটি উপছায়া গ্রহণ চাক্ষুষ করবে দেশ।  পশ্চিমী দেশগুলো এই চন্দ্রগ্রহণকে থান্ডার গ্রহণ বা বাক গ্রহণ বলা হয়। উত্তর আমেরিকায় (North America) এই গ্রহণ আরও তাৎপর্যপূর্ণ। কারণ ৪ জুলাই ছিল সে দেশের ২৪৪তম স্বাধীনতা দিবস। তবে বিজ্ঞানীদের দাবি, ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। দক্ষিণ-পশ্চিম ইউরোপ, মধ্যে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, ভারত মহাসাগর আর অ্যান্টার্টিকা থেকে দেখা যাবে এই গ্রহণ।


কীভাবে দেখবেন লাইভ স্ট্রিমিং 

খালি চোখেই চন্দ্রগ্রহণ দেখা যাবে। এতে কর্নিয়ায় কোনও প্রভাব পড়বে না। আপনি অনলাইন স্ট্রিমিং www.timeanddate.com এই ওয়েবসাইটে দেখতে পারবেন। কিংবা মহাকাশ কেন্দ্রের টেলিস্কোপ দিয়েও দেখা যাবে এই গ্রহণ

.