This Article is From Sep 18, 2019

লেখা হবে সীমান্তের ইতিহাস, সম্মতি রাজনাথ সিংহর

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ (Rajnath Singh) এই নতুন প্রোজেক্টে সম্মতি জানিয়েছেন বলে বুধবার প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry) জানিয়েছে।

লেখা হবে সীমান্তের ইতিহাস, সম্মতি রাজনাথ সিংহর

এবিষয়ে যে কোনও ধরনের পরামর্শকে স্বাগত জানিয়েছেন রাজনাথ সিংহ।

নয়াদিল্লি:

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ (Rajnath Singh) এক নতুন প্রোজেক্টে সম্মতি জানিয়েছেন বলে বুধবার প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry) জানিয়েছে। প্রজেক্টের বিষয়টি হল ভারতীয় সীমান্তরেখার ইতিহাস। এই বিষয়ে মঙ্গলবার ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ, নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি, ডিরেক্টরেট জেনারেল অফ আর্কাইভস, প্রতিরক্ষা মন্ত্রক, বৈদিশিক বিষয়ক মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বৈঠক করেন রাজনাথ। জানা গিয়েছে ওই প্রোজেক্টে বহু বিষয়কে রাখা হয়েছে। এর মধ্যে অন্যতম সীমান্তরেখা তৈরি, ভেঙে দেওয়া, পরিবর্তন করা। এছাড়া প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা, সীমান্ত প্রদেশে বসবাসকারী মানুষ, তাঁদের সংস্কৃতি, আর্থ-সামাজিক অবস্থান এই সবও রয়েছে।

প্রোজেক্টটি ২ বছরের মধ্যে সম্পূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।

মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘‘প্রতিরক্ষামন্ত্রী ভারতী সীমান্তের ইতিহাস লেখায় জোর দিয়েছেন। জানিয়েছেন এর ফলে সীমান্ত প্রদেশের মানুষদের বোঝা আরও সহজ হবে সাধারম মানুষ ও প্রশাসনিক ভাবে।''

রাজনাথ যে কোনও ধরনের পরামর্শকে স্বাগত জানিয়েছেন এবং বিশেষজ্ঞদের সঙ্গে সূত্র বিষয়ে আলোচনা করার নির্দেশ দিয়েছেন।

.