This Article is From Jul 02, 2020

মিগ-সুখোই-ক্ষেপণাস্ত্র কিনতে অনুমোদন দিল মন্ত্রী রাজনাথ সিংয়ের কমিটি

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই কমিটির প্রধান

মিগ-সুখোই-ক্ষেপণাস্ত্র কিনতে অনুমোদন দিল মন্ত্রী রাজনাথ সিংয়ের কমিটি

ইন্দো-চিন সীমান্তের সাম্প্রতিক উত্তেজনা বিবেচনা করে এই সিদ্ধান্ত। ফাইল ছবি

নয়াদিল্লি:

প্রতিরক্ষা সম্ভারকে ঢেলে সাজাতে উদ্যোগ নিল মন্ত্রক। যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা হার্ডওয়্যার কিনতে প্রায় ৩৮ হাজার ৯০০ কোটি টাকি বরাদ্দ করল মন্ত্রক। যত দ্রুত সম্ভব এই চাহিদা মেটাতে কেন্দ্রীয় তরফে অনুমোদন দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের দাবি, সাম্প্রতিক ইন্দো-চিন সীমান্ত উত্তেজনা (Ladakh standoff) পর্যালোচনা করে ভারতের সাভরিক বাহিনীকে স্বাবলম্বী করতে এই সিদ্ধান্ত। মন্ত্রক সূত্রে খবর, সুখোই (Sukhoi) আনা হবে রাশিয়া থেকে। মিগ নির্মাণে বরাত পাবে রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যাল। পাশাপাশি মিগ-২৯ (Mig-29) আধুনিকীকরণ বরাত দেওয়া হবে হ্যালকে। পাশাপাশি দৃশ্যমানের বাইরে থাকা বায়ু-বায়ু ক্ষেপণাস্ত্র আমদানিতে উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ সামরিক কমিটির বৈঠকে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হল।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই কমিটির প্রধান। অস্ত্র ও সামরিক সম্ভার কিনতে কেন্দ্রীয় স্তরে এই কমিটির অনুমোদন প্রয়োজন। এমনটাই সূত্রের খবর।

এদিনের বৈঠকে পিনাকা ক্ষেপণাস্ত্র এবং প্রায় ১০০০ কিমি দূরত্বে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র কিনতেও উদ্যোগ নিয়েছে মন্ত্রক।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.