This Article is From Oct 04, 2018

CBSE Board: প্রশ্নপত্রের ধাঁচ বদলাল দ্বাদশ শ্রেণির ইংরেজি বিষয়ের, কমল প্রশ্নের সংখ্যা

প্রশ্নপত্রের ধাচের পরিবর্তনের ফলে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের কম প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম পেপারে থাকত 40 টি প্রশ্ন, কিন্তু এখন 35 টি প্রশ্নের উত্তর দিতে হবে।

CBSE Board: প্রশ্নপত্রের ধাঁচ বদলাল দ্বাদশ শ্রেণির ইংরেজি বিষয়ের, কমল প্রশ্নের সংখ্যা

CBSE English: ইংরেজি প্রশ্নপত্রের ধাঁচে পরিবর্তন

নিউ দিল্লি:

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) দ্বাদশ শ্রেণির ইংরেজি কোর পেপারের (সিবিএসই ইংরেজি) ধরণে কিছু বদল ঘটিয়েছে। সিবিএসইর সমস্ত পরিবর্তন বর্তমান অধিবেশন থেকেই বাস্তবায়িত হবে। বিভিন্ন স্টেকহোল্ডারদের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করেই প্রশ্নের ধাঁচ পরিবর্তন করা হয়েছে। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে তার পরে পরিবর্তন করা হয়েছে প্রশ্নের নম্বর বিন্যাস। প্রশ্নপত্রের ধাচের পরিবর্তনের ফলে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের কম প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম পেপারে থাকত 40 টি প্রশ্ন, কিন্তু এখন 35 টি প্রশ্নের উত্তর দিতে হবে। সিবিএসই ইংরেজিতে নমুনা প্রশ্নপত্রও জারি করেছে।

 

সিবিএসই ইংরেজি (কোর) নতুন প্যাটার্ন (CBSE English (Core) New Pattern)

শিক্ষার্থীদের এখন 40 টি পরিবর্তে 35 টি প্রশ্নের উত্তর দিতে হবে।

- বিভাগ A (রিডিং) তে কেবল দুটি প্যাসেজ থাকবে।

- 5 টি একাধিক অপশনের প্রশ্ন জিজ্ঞেস করা হবে।

- 9 খুব সংক্ষিপ্ত উত্তর জিজ্ঞাসা করা হবে।

- 3 টি ছোট প্রশ্ন জিজ্ঞাসা করা হবে।

 

ইংরেজি প্রশ্নপত্রে নম্বরের পরিবর্তন দেখুন ...


 

ইংরেজি প্রশ্নপত্রে নম্বরের পরিবর্তন দেখুন ..



 

.