This Article is From Feb 17, 2020

‘‘ভাই, প্লিজ ছেড়ে দাও'': আপের প্রশস্তি করায় কটাক্ষ কংগ্রেস নেতা মিলিন্দ দেওরাকে

আপ ক্ষমতায় প্রত্যাগমনের পর মিলিন্দ দেওরা বা পি চিদাম্বরমের মতো কংগ্রেস নেতারা আপের প্রশংসা করেছেন। অন্য কংগ্রেস নেতারা তাঁদের খোলাখুলি সমালোচনা করেছেন।

‘‘ভাই, প্লিজ ছেড়ে দাও'': আপের প্রশস্তি করায় কটাক্ষ কংগ্রেস নেতা মিলিন্দ দেওরাকে

আপের প্রশস্তি করে বিতর্কে কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা।

হাইলাইটস

  • আপের প্রশস্তিসূচক টুইট করে বিতর্কে কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা
  • তাঁকে কটাক্ষ করার পর পাল্টা খোঁচা দিলেন মিলিন্দও
  • রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন অরবিন্দ কেজরিওয়াল
New Delhi:

রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) শপথগ্রহণের পরে তাঁর দলের প্রশস্তিসূচক টুইট করে বিতর্কে মহারাষ্ট্রের কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা (Milind Deora)। তাঁর টুইটের পর তাঁরই দলীয় সতীর্থ অজয় মাকেন তাঁকে কটাক্ষ করে বলেন, তিনি কংগ্রেস ছাড়তে চাইলে অবশ্যই ছেড়ে দিন। এবং তারপর এই ধরনের অর্ধসত্য তথ্য পোস্ট করুন। তাঁর পোস্টে অজয় প্রশ্ন তুলে দিয়েছেন, তাহলে কি মিলিন্দ কংগ্রেস ছেড়ে আম আদমি পার্টিতে যোগ দিতে চলেছেন। মিলিন্দ তাঁর টুইটে জানান, গত পাঁচ বছরে আপের ক্ষমতায় আসার পর দিল্লি সরকারের আয় দ্বিগুণ হয়ে ৬০,০০০ কোটি টাকা হয়ে গিয়েছে। শেষে তিনি লেখেন, ‘‘দিল্লি এখন অর্থন‌ৈতিক ভাবে দেশের সবচেয়ে অগ্রণী রাজ্য সরকার।''

তাঁর টুইটের পরেই দ্রুত ও মোক্ষম জবাব দেন দিল্লির কংগ্রেস নেতা তথা দিল্লির প্রাক্তন স্পিকার ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজয়। তিনি লেখেন, ‘‘ভাই, তুমি কংগ্রেস ছাড়তে চাইছ, দয়া করে ছেড়ে দাও। আর তারপর এই সব অর্ধসত্য তথ্যের প্রোপাগান্ডা করো।''

পাল্টা টুইট করেন মিলিন্দও। তিনি লেখেন, ‘‘ভাই, আমি কখনও দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শীলা দীক্ষিতের দুরন্ত পারফরম্যান্সকে অস্বীকার করিনি। সেটা তোমার বিশেষত্ব। কিন্তু বদলাতে সময় লাগে না! আপে যোগ দেওয়ার জন্য ওকালতি না করে তুমি যদি শীলাজির প্রাপ্তিগুলি তুলে ধরতে, আজও কংগ্রেস ক্ষমতায় থাকত।''

এবারের দিল্লি বিধানসভা নির্বাচনে ৭০টি আসনের মধ্যে ৬৩টি আসনে জয়লাভ করেছে আম আদমি পার্টি। কংগ্রেস একটিও আসনে জিততে পারেনি ২০১৫ সালের মতোই।

আপ ক্ষমতায় প্রত্যাগমনের পর মিলিন্দ দেওরা বা পি চিদাম্বরমের মতো কংগ্রেস নেতারা আপের প্রশংসা করেছেন। অন্য কংগ্রেস নেতারা তাঁদের খোলাখুলি সমালোচনা করেছেন।

মিলিন্দ দেওরা গত মঙ্গলবার ফলপ্রকাশের পর একটি টুইটে কংগ্রেস নেতা পি চাকোর শীলা দীক্ষিতের সমালোচনা করার বিষয়টি নিয়ে আক্রমণ করেন। তিনি লেখেন, ‘‘শীলা দীক্ষিতজি একজন অনন্য রাজনীতিবিদ ও প্রশাসক ছিলেন। তাঁর মুখ্যমন্ত্রিত্বের সময় দিল্লি বদলায় এবং কংগ্রেস সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। দুর্ভাগ্যজনক ভাবে দেখতে পাচ্ছি তাঁকে অভিযুক্ত করা হচ্ছে তাঁৱ মৃত্যুর পরে। তিনি তাঁর সারা জীবন উৎসর্গ করেছেন দিল্লির মানুষ ও জাতীয় কংগ্রেসের জন্য।''

.