
স্বরা ভাস্কর (Swara Bhasker) ও অক্ষয় কুমার (Akshay Kumar) পুলওয়ামার শহিদদের শ্রদ্ধা জানালেন
হাইলাইটস
- পুলওয়ামার শহিদদের শ্রদ্ধা জানিয়ে টুইট স্বরা ভাস্করের
- টুই করেন অক্ষয় কুমারও
- ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হানায় শহিদ হন ৪০ জন জওয়ান
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনায় (Pulwama attack) প্রাণ হারান ৪০ জন সিআরপিএফ জওয়ান। এক বছর আগের সেই মর্মান্তিক ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ হয়েছিল। ওই হামলার পর পাকিস্তানের মাটিতে অবস্থিত জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। শুক্রবার পুলওয়ামা হামলার বর্ষপূর্তিতে টুইট করলেন অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhasker)। স্বরা তাঁর টুইটে পুলওয়ামার শহিদদের স্মরণ করেন এবং তাঁদের শ্রদ্ধা জানান। তাঁর সেই পোস্ট ভাইরাল হয়। কেবল তিনিই নন, এদিন টুইট করেন বলিউডের আর তারকা অক্ষয় কুমারও (Akshay Kumar)।
Remembering our fallen soldiers today! ???????????????????????????????????????? #Pulwama#OneYear#NeverForget#respect#TributeToPulwamaMartyrs
— Swara Bhasker (@ReallySwara) February 14, 2020
স্বরা লেখেন, ‘‘আজকের দিনে আমাদের শহিদ হওয়া সৈনিকদের স্মরণ করি।''
অক্ষয় কুমার লেখেন, ‘‘এই ভালবাসার দিনে, সেই মানুষদের স্মরণ করুন, যাঁরা আমাদের দেশের জন্য সবথেকে বেশি ভালবাসা দেখিয়েছেন, আমাদের ভারতের বীর। আপনাদের বলিদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। পুলওয়ামার শহিদ জওয়ানদের আমার সেলাম। আমরা ভুলিনি, আমরা মাফ করিনি।''
On the day of love, remembering those who showed a greater love for their country...our #BharatKeVeer. Your sacrifice will always be remembered. My salute to the martyrs of #PulwamaAttack We did not forget, we did not forgive. pic.twitter.com/yugSePewV5
— Akshay Kumar (@akshaykumar) February 14, 2020
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনায় প্রাণ হারান ৪০ জন সিআরপিএফ জওয়ান। সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই-মহম্মদ এই হামলার দায় স্বীকার করে। সেনাবাহিনীর কনভয় লক্ষ্য করে চালানো ওই আত্মঘাতী জঙ্গি হামলায় প্রায় ২৫০০ সিআরপিএফ জওয়ানের মধ্যে শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। আহত হন অনেকে। ভারতে সাম্প্রতিককালের মধ্যে ওই জঙ্গি হামলাকে অন্যতম ভয়াবহ বলে মনে করা হয়। ওই হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র চাপানউতোর শুরু হয়। প্রায় যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয় সেই সময়। জঙ্গি ঘাঁটি ভাঙতে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা।