This Article is From Oct 13, 2018

গুয়াহাটিতে বিস্ফোরণে আহত 4, কড়া নিরাপত্তা

দুর্গাপুজো শুরু হওয়ার ঠিক মুখে ভয়াবহ বিস্ফোরণের সম্মুখীন হল মধ্য গুয়াহাটি। আজ সকালে ব্রহ্মপুত্রর তীরের আচমকার বিস্ফোরণের ফলে আহত হয় চারজন।

গোটা এলাকা জুড়ে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে পুলিশ।

গুয়াহাটি:

দুর্গাপুজো শুরু হওয়ার ঠিক মুখে ভয়াবহ বিস্ফোরণের (Bomb Blast) সম্মুখীন হল মধ্য গুয়াহাটি। আজ সকালে ব্রহ্মপুত্রর তীরের আচমকার বিস্ফোরণের ফলে আহত হয় চারজন। স্থানীয় থানার সামনেই পান বাজারের ফুটপাথে বিস্ফোরণের ফলে সকালে ওই অঞ্চলে তুমুল যানজটের সাক্ষী হয়। দুর্গাপুজোর ঠিক আগে আজকেই ছিল শেষ শনিবার। পুজোর বাজার করতে ওই অঞ্চলে তখন ছিল অগণিত মানুষ। পুলিশ জানিয়েছে, ওই চারজন জখম ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে এলাকায় বিস্ফোরণ হয়েছে, সেই এলাকাটি ঘিরে দিয়েছে পুলিশ। বিস্ফোরণ পর অকুস্থলে এসে উপস্থিত হয় বোম স্কোয়াডের কর্মীরাও। “আমরা এটাকে বোমা বিস্ফোরণ বলে মনে করছি না। তার কারণ ঘটনাস্থল থেকে কোনও স্প্লিন্টার উদ্ধার করা হয়নি। যারা আহত হয়েছে, তাদের শরীরেও স্প্লিন্টার পাওয়া যায়নি। পাথরের আঘাতের ফলে আহত হয়েছে তারা”, জানান পুলিশের পদস্থ কর্তা রঞ্জন ভুঁইয়া।

তিনি আরও বলেন, এই ঘটনার সঙ্গে কোনও সাবোতাজ বা জঙ্গি সংগঠন জড়িয়ে নেই বলেই মনে করা হচ্ছে।

ঘটনার পর গোটা এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে।  

.