This Article is From Feb 04, 2020

বাংলায় সরকার সরস্বতী পুজো উদযাপন করার অনুমতি দিচ্ছে না: লকেট চট্টোপাধ্যায় 

এদিন জিরো আওয়ারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোষণের রাজনীতি করার অভিযোগ তোলেন লকেট। তিন‌ি দাবি করেন, সিএএ-বিরোধী আন্দোলন করা হচ্ছে তোষণের রাজনীতি করার জন্য।

বাংলায় সরকার সরস্বতী পুজো উদযাপন করার অনুমতি দিচ্ছে না: লকেট চট্টোপাধ্যায় 

এদিন জিরো আওয়ারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোষণের রাজনীতি করার অভিযোগ তোলেন লকেট

হাইলাইটস

  • জিরো আওয়ারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোষণের অভিযোগ তোলেন লকেট
  • রাজ্য সরকার মানুষকে সরস্বতী পুজো করতে দিচ্ছে না বলেও জানান তিনি
  • তিন‌ি আরও দাবি করেন, সিএএ-বিরোধী আন্দোলন হচ্ছে তোষণের রাজনীতি করার জন্য
New Delhi:

রাজ্য সরকার মানুষকে সরস্বতী পুজো (Saraswati Puja) উদযাপন করার অনুমতি দিচ্ছে না। বিজেপি (BJP) সাংসদ লকেট চট্টোপাধ্যায় ( Locket Chatterjee) সংসদে এমনই অভিযোগ তুললেন মঙ্গলবার। এদিন জিরো আওয়ারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোষণের রাজনীতি করার অভিযোগ তোলেন লকেট। তিন‌ি আরও দাবি করেন, সিএএ-বিরোধী আন্দোলন করা হচ্ছে তোষণের রাজনীতি করার জন্য। বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ের মহাত্মা গান্ধিকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যকে ঘিরে এদিন উত্তাল হয় সংসদ। প্রতিবাদে মুখর হন বিরোধীরা। সেই সময়ই লকেট অভিযো জানিয়ে বলেন, ‘‘পশ্চিমবঙ্গে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে, মানুষকে সরস্বতী পুজোও করতে দেওয়া হচ্ছে না।''

এদিন সংসদে টিডিপি নেতা জয়দেব গল্লা জগন্মোহন রেড্ডি সরকারের বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশের তিনটি শহরে বিকেন্দ্রীকরণের বিলের প্রতিবাদীদের উপরে লাঠি চার্জ করার অভিযোগ আনেন।

এদিকে রাজস্থানের দুই বিজেপি সাংসদ রাজ্যের কৃষিজমিতে পঙ্গপালের আক্রমণ করার বিষয়টি তুলে ধরেন। জানানো হয়েছে, পঙ্গপালের সংখ্যা দ্রুত বাড়ছে। এবং তা ১২টি জেলায় প্রবল সমস্যা তৈরি করেছে। 


 

.