This Article is From Nov 22, 2019

গোলাপি বলের টেস্টের সূচনায় শেখ হাসিনা, দিনভর অনুষ্ঠান ইডেনে

Day-Night Test: ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে উপস্থিত থেকে বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছেন

গোলাপি বলের টেস্টের সূচনায় শেখ হাসিনা, দিনভর অনুষ্ঠান ইডেনে

ইডেন গার্ডেন্সে গোলাপি বলের টেস্টের সূচনায় কলকাতায় এলেন Sheikh Hasina

কলকাতা:

গোলাপি রঙের আঁচল উড়িয়ে দেশের প্রথম দিন-রাতের টেস্ট শুরুর প্রহর গুণছে তিলোত্তমা। কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens) স্টেডিয়ামে এই ঐতিহাসিক ম্যাচটি খেলতে নামছে ভারত এবং বাংলাদেশ (India Vs Bangladesh)। ভারতের মাটিতে প্রথম দিন / রাতের টেস্ট ম্যাচটির (Day-Night Test) উদ্বোধন করতে সীমান্তের ওপার এ দেশে উড়ে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতায় পৌঁছন বাংলাদেশের প্রধানমন্ত্রী (Sheikh Hasina)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দিন-রাতের টেস্ট ম্যাচ অনুমোদনের সাত বছর পরে ভারত এই প্রথম গোলাপি বলের টেস্ট ম্যাচ খেলতে নামছে, তাঁদের প্রতিপক্ষ আবার প্রতিবেশ দেশ বাংলাদেশের ক্রিকেট দল। ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে উপস্থিত থেকে বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছেন।

'কলকাতার রঙ গোলাপি', দিন-রাতের টেস্টের আগে ছবি শেয়ার করলেন Sourav Ganguly

ঐতিহাসিক ম্যাচটি দেখার জন্য ইতিমধ্যেই শহরে এসেছেন ক্রিকেট কিংবদন্তী সচিন তেন্ডুলকর সহ বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার। ম্যাচটি চলাকালীন ইডেনে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। জানা গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ম্যাচ উদ্বোধনের পর মুখোমুখি বৈঠকেও বসবেন।

আজ (২২ নভেম্বর, শুক্রবার) কীভাবে সাজানো হয়েছে ইডেন গার্ডেন্সের ঐতিহাসিক গোলাপি টেস্টের আয়োজন আসুন দেখে নিই:

প্রথমেই পুলিশ ব্যান্ড শো

এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নামবেন এবং ভারত-বাংলাদেশ দুই দলের ক্রিকেটারদের সঙ্গে পরিচয় করবেন।

দুপুর ১২:৩০-এ সোনার মুদ্রা দিয়ে ঐতিহাসিক ম্যাচের টস হবে।

এরপর দুটি দলই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইবেন।

বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, বিসিবি-র সভাপতি নাজমুল হাসান পাপন এবং সচিন তেন্ডুলকর এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইডেনে খেলা শুরুর ঘণ্টা বাজাবন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুপুর ১ টা থেকে শুরু হবে ঐতিহাসিক গোলাপি টেস্ট।

এরপর খাবারের বিরতি, সেইসময় দুর্দান্ত পাঁচজনের সঙ্গে চ্যাট করার সুযোগ থাকছে।

এরপর চা পানের বিরতি
সৌরেন্দু এবং তাঁর দলের যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান
এরপর প্রাক্তন অধিনায়ক এবং অন্যান্য ক্রীড়াবিদদের সম্মান প্রদর্শন

প্রথম দিনের খেলার শেষে,
সঙ্গীত পরিবেশন করবেন রুনা লায়লা
এইচপিএম এবং এইচসিএম অভিনন্দন জানাবে খেলোয়াড়দের 
এরপর বিশিষ্টজনদের বক্তব্য
এবং শেষে জিৎ গাঙ্গুলির সাংস্কৃতিক অনুষ্ঠান

গোলাপি বলের টেস্টে অভিষেকের আগে গোলাপি মিষ্টির ছবি শেয়ার করলেন Sourav Ganguly

ঐতিহাসিক গোলাপি টেস্ট উপলক্ষে জমজমাট ইডেন গার্ডেন্স, রয়েছেন বিশিষ্ট অতিথিরা:

যে সমস্ত প্রাক্তন ক্রিকেটাররা ইডেনে উপস্থিত থাকবেন তাঁরা হলেন, সচিন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণ, সদাগোপন রমেশ, সাবা করিম, সুনীল জোশী, অজিত আগরকর, ভেঙ্কটেশ প্রসাদ, কপিল দেব, দিলীপ ভেঙ্গসরকার, মহম্মদ আজহারউদ্দিন, কৃষ্ণমাচারী শ্রীকান্ত, ফারুক ইঞ্জিনিয়ার, চাঁদু বোরদে। 

উপস্থিত থাকবেন অন্য ক্রীড়া ব্যক্তিত্বরাও:

পি গোপিচাঁদ, পিভি সিন্ধু, অভিনব বিন্দ্রা, সানিয়া মির্জা, মেরি কম।

ভারতে আয়োজিত প্রথম দিন-রাতের টেস্টের সাক্ষী থাকবেন বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটাররাও:

এ এম নাইমুর রহমান, মহম্মদ মাহমুদুল হাসান, মাহারাব হোসেন, মহম্মদ হাসিবুল হুসেন, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, কাজী হাবিবুল বাশার, মহম্মদ আক্রম খান সহ আরও অনেকে।

সব মিলিয়ে জমজমাট ইডেন টেস্ট।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.