This Article is From Nov 06, 2019

বিহারের পর এবার বাংলা! ৭ নভেম্বর থেকেই নিষিদ্ধ হচ্ছে গুটখার উৎপাদন ও বিক্রি; রাজ্য সরকার

পশ্চিমবঙ্গের জনসংখ্যার ২০ শতাংশেরও বেশি মানুষ ধোঁয়াহীন তামাক ব্যবহার করে। অর্থাৎ পান মশলা বা গুটকা, খৈনির মতো নেশার সামগ্রী।

বিহারের পর এবার বাংলা! ৭ নভেম্বর থেকেই নিষিদ্ধ হচ্ছে গুটখার উৎপাদন ও বিক্রি; রাজ্য সরকার
কলকাতা:

আগামীকাল, বৃহস্পতিবার থেকেই দোকানে গিয়ে গুটকা চাইলে নাও পেতে পারেন। রাস্তায় রাস্তায় গুটকা আর পান মশলার প্যাকেটের ছড়াছড়ি হালকা হয়ে যেতে পারে শিগগিরই। গুটখা ও পান মশালার উৎপাদন ও বিক্রয় নিষিদ্ধ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এক বছরের জন্য তামাক বা নিকোটিনযুক্ত গুটখা বা পান মশলার বিক্রি বন্ধের সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকে কার্যকরী হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ “নিজে কতটুকু তামাক খান” তামাকের বিজ্ঞাপন নিয়ে অজয় দেবগনকে প্রশ্ন ক্যান্সার রোগীর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দ্বারা সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গুটখা ও পান মশলার উত্পাদন, সংগ্রহ, বিতরণ, পরিবহন, প্রদর্শন এবং বিক্রয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে পুরোপুরিভাবেই নিষিদ্ধ করা হবে।

প্রতিবেশি বিহার, উত্তরাখণ্ড এবং রাজস্থানের মতো রাজ্য ইতিমধ্যেই তামাকযুক্ত পান মশলা নিষিদ্ধ করেছে। নিকোটিন, ম্যাগনেসিয়াম কার্বনেট এবং খনিজ তেল এবং তামাকের মতো উপাদান রয়েছে এমন পান মশলা ওই সমস্ত রাজ্যে নিষদ্ধ।

পশ্চিমবঙ্গের জনসংখ্যার ২০ শতাংশেরও বেশি মানুষ ধোঁয়াহীন তামাক ব্যবহার করে। অর্থাৎ পান মশলা বা গুটকা, খৈনির মতো নেশার সামগ্রী। গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভে ২ অনুসারে, এই ২০ শতাংশ মানুষের মধ্যে ২২.৮ শতাংশই পুরুষ এবং ১৭.২ শতাংশ মহিলা।

.