This Article is From Sep 15, 2019

Kolkata Durga Puja: পুজোর থিমে এবার বালাকোট বিমান হামলা

শহরের এক দুর্গাপুজোর (Durga Puja) থিম হতে চলেছে বালাকোট বিমান হামলা (Balakot Air Strikes)। আর এক পুজোর থিম করা হয়েছে কলকাতা পুলিশের বিভিন্ন শাখাকে।

Kolkata Durga Puja: পুজোর থিমে এবার বালাকোট বিমান হামলা

ইয়ং বয়েজ ক্লাব সর্বজনীন ক্লাবের পুজোর থিম হতে চলেছে বালাকোট বিমান হামলা। (প্রতীকী)

কলকাতা:

কলকাতায় দুর্গাপুজো (Kolkata Durga Puja) মানেই থিমের চমক। এবার শহরের এক দুর্গাপুজোর (Durga Puja) থিম হতে চলেছে বালাকোট বিমান হামলা (Balakot Air Strikes)। পাকিস্তানের বালাকোটে জঙ্গি শিবিরে ভারতীয় বায়ুসেনার হামলা চালানোর সেই ঘটনাকেই পুজোর মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলবে মধ্য কলকাতার ইয়ং বয়েজ ক্লাব। ইয়ং বয়েজ ক্লাব সর্বজনীন দুর্গা পুজো কমিটি মাটির মডেল ও ডিজিটাল প্রজেকশনের সাহায্যে বালাকোট বিমান হামলার ঘটনাকে ফুটিয়ে তুলবে। এবছর ওই ক্লাবের দুর্গাপুজোর পঞ্চাশ বছর। তাই এমন বিশেষ পরিকল্পনা উদ্যোক্তাদের। কমিটির এক মুখপাত্র জানিয়েছেন, ‘‘বায়ুসেনা আধিকারিক, পলাতক ও মৃত জঙ্গিদের ফুটিয়ে তোলা হবে পঁয়ষট্টিটি মডেলের সাহায্যে। মণ্ডপের বাইরে ওই মডেলগুলি থাকবে। পাশাপাশি বায়ুসেনার এক যুদ্ধবিমানের মডেলও সেখানে রাখা থাকবে।''

তিনি এও জানান, উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের একটি পূর্ণাকার মডেল মণ্ডপের বাইরে দর্শনার্থীদের স্বাগত জানাবে।

দুর্গাপুজোর উদ্বোধনে অমিত শাহ, বিজেপির সমালোচনায় মুখর তৃণমূল কংগ্রেস

তিনি বলেন, ‘‘ক্লাবের দুর্গাপুজোর ৫০ বছর পূর্তিতে এর চেয়ে ভাল আর কী হতে পারত। দর্শনার্থীরা মণ্ডপে এসে তাঁদের শিশুসন্তানদের আমাদের বায়ুসেনা পাইলটদের সাফল্যের কাহানি শোনাতে পারবেন।''

গত ২৭ ফেব্রুয়ারি উইং কমান্ডার বর্তমানের মিগ-২১ বিমানটি গুলি করে নামায় পাক সেনা। বালাকোট একদিন পরের ঘটনা ছিল সেটি। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয় ১ মার্চ।

দুর্গাপুজো কমিটি প্রতি ২৫ হাজার টাকা দেবে রাজ্য সরকার,ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওই মুখপাত্র আরও জানিয়েছেন, জঙ্গি ঘাঁটির আশপাশে অবস্থিত জঙ্গল তৈরি করা হবে ডিজিটাল প্রোজেকশেনর সাহায্যে। পূর্ব মেদি‌নীপুর থেকে আগত শিল্পীরা মূর্তি তৈরির কাজ করবেন।

গত ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলা চালানো হয়। সেই হামলায় ৪০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। এরপরই ভারতীয় সেনা বালাকোটের জঙ্গি ঘাঁটিতে হানা চালায়।

কলকাতার আরও এক পুজোর থিম করা হয়েছে কলকাতা পুলিশের বিভিন্ন শাখাকে। উত্তর কলকাতার কৈলাস বোস স্ট্রিটের পুজো কমিটির এক মুখপাত্র জানান, ‘‘আমরা শ্রদ্ধাজ্ঞাপন করব কলকাতা পুলিশকে। ডিজিটাল প্রোজেকশন ও মাটির মূর্তি দিয়ে তৈরি করা হবে বম্ব স্কোয়াড, রিভার ট্র্যাফিক পুলিশ, সাইবার ক্রাইম সেল ও মাউন্টেড পুলিশ শাখা।''

.