This Article is From Aug 02, 2020

গাড়ির ভিতরে আইসক্রিম খেতে গিয়ে বিপত্তি। তরুণীর বিএমডব্লু জখম করলো চার জনকে

প্রায় ৫০০ মিটার এগিয়ে গিয়ে দাঁড়ায় সেই গাড়ি। ঘাতক বিএমডব্লু ঘটনাস্থলে রেখেই চম্পট দেয় সেই তরুণী

আইসক্রিম খেতে গাড়ি চালানোয় ঘটেছে এই বিপত্তি।

নয়াদিল্লি:

আইসক্রিম খেতে খেতে গাড়ি চালানোয় বিপত্তি। ফ্যাশন ডিজাইনারের বিএমডব্লু পিষলো চার জনকে (BMW injured four people)। গুরুতর আহত অবস্থায় ওই চার জন দিল্লির লাজপত নগরের এক হাসপাতালে (Accident in SOUTH Delhi) চিকিৎসাধীন। শুক্রবার রাত দশটার এই ঘটনা ধরা পড়েছে এলাকার সিসিটিভি ক্যামেরায়। এই ঘটনায় রোশনী আরোরা নামে ওই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যদিও শনিবার জামিনে ছাড়া হয়েছে তাঁকে। তবে, মাদকাসক্ত ছিলেন না ওই তরুণী। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পোষ্যকে নিয়ে রাতে আইসক্রিম খেতে বেরিয়েছিলেন রোশনী। গাড়ির মধ্যে আইসক্রিম খাওয়ার সময় তাঁর পোষ্য হঠাৎ লাফিয়ে ওঠে। তাতেই টাল সামলাতে না পেরে এক্সিলারেটে পা পড়ে গেলে এগিয়ে যায় সেই অভিজাত গাড়ি।

এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সেই আইসক্রিম বিক্রেতাকে প্রথমে ধাক্কা মারে সেই গাড়ি। তাতে আরও নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে ধাক্কা মারে সেই গাড়ি। প্রায় ৫০০ মিটার এগিয়ে গিয়ে দাঁড়ায় সেই গাড়ি। ঘাতক বিএমডব্লু ঘটনাস্থলে রেখেই চম্পট দেয় সেই তরুণী।

.