This Article is From Mar 14, 2019

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে ন্যাশনাল কনফারেন্সের এক নেতাকে আজ গুলি করল জঙ্গিরা

পুলওয়ামায় জঙ্গি হানা হয়েছিল আজ থেকে ঠিক একমাস আগে। তারপর থেকেই উপত্যকাকে কেন্দ্র করে একের পর এক অশান্তি লেগেই রয়েছে। বৃহস্পতিবারের ঘটনা কার্যত সেই অশান্তিরই আরেকটি দিক।

তাঁকে সেখান থেকে তড়িঘড়ি ভর্তি করা হয় শ্রীনগরের হাসপাতালে।

শ্রীনগর:

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে ন্যাশনাল কনফারেন্সের এক নেতাকে শুক্রবার গুলি করল জঙ্গিরা। তাঁর অবস্থা আশঙ্কাজনক। অনন্তনাগের বিজবেহারাতে মহম্মদ ইসমাইল ওয়ানি নামে ন্যাশনাল কনফারেন্সের ওই জোনাল প্রেসিডেন্টকে গুলি করা হয়। তারপরই তাঁকে সেখান থেকে তড়িঘড়ি ভর্তি করা হয় শ্রীনগরের হাসপাতালে। তাঁর এই গুবিদ্ধ হওয়ার ঘটনায় টুইট করেন ন্যাশনাল কনফারেন্সের প্রধান তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি লেখেন, "দক্ষিণ কাশ্মীরের বিজবেহারা ব্লকের সভাপতি আমার ন্যাশনাল কনফারেন্স দলের সহকর্মী মহম্মদ ইসমাইল ওয়ানি আজ গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর অবস্থা গুরুতর। তাঁকে চিকিৎসার জন্য শ্রীনগরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি"।

আরও পড়ুনঃ মুম্বাইয়ে সিএসটি রেলস্টেশনের কাছে ফুটব্রিজ ভেঙে মৃত ২, আহত ১৬

পুলওয়ামায় জঙ্গি হানা হয়েছিল আজ থেকে ঠিক একমাস আগে। তারপর থেকেই উপত্যকাকে কেন্দ্র করে একের পর এক অশান্তি লেগেই রয়েছে। বৃহস্পতিবারের ঘটনা কার্যত সেই অশান্তিরই আরেকটি দিক।

.