রাজ্যে ২৭টি হেলিপ্যাড তৈরি হয়েছে। সেগুলি এখন ব্যবহারও করা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর ৭ ডিসেম্বর দিনটি অসারমরিক বিমান পরিবহন দিবস হিসেবে পালিত হয়। আর তাই আজ টুইটারে এ কথা বলেন মমতা। একই সঙ্গে তিনি জানান মালদা, বালুরঘাট, দিঘা এবং গঙ্গাসাগর পর্যন্ত কম খরচে হেলিকপ্টার পরিষেবাও চালু করেছে তাঁর সরকার।
আসছেন না অমিত,হাইকোর্টের রায় দেখে কোচবিহারের কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেবে বিজেপি
এদিকে গতকালই বাবরি মসজিদের ঘটনাকে মনে রেখে শান্তি দিবস পালন করেছে তৃণমূল। মিছিল থেকে শুরু করে পথ সভা করেন তৃণমূল নেতা কর্মীরা। বিজেপিকে আগামী নির্বাচনে পরাস্ত করার শপথও নেন তাঁরা। মুখ্যমন্ত্রী বলেন, ৬ ডিসেম্বর আমরা শান্তি দিবস পালন করি। মানবদেহের সমস্ত অঙ্গ ছাড়া দেহ যেমন সম্পূর্ণ হয় না তেমনি সব ধর্মের মানুষকে অন্তর্ভুক্ত করতে না পারলে দেশ হিসেবে ভারতকে বোঝা যায় না। ভারতের ধর্মনিরপেক্ষ পরিচিতি অক্ষুণ্ণ রাখা আমাদের সকলের দায়িত্ব। এ প্রসঙ্গে বিজেপিকে তীব্র কটাক্ষও করেন মমতা। তাঁর দাবি ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করার চেষ্টা করছে বিজেপি। পরে টালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা পর্যন্ত মিছিল করেন তৃণমূল নেতা- কর্মীরা।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
পশ্চিমবঙ্গের খবর, কলকাতার খবর, আর রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড আর ক্রিকেটের সকল বাংলা শিরোনাম পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube