This Article is From Mar 10, 2020

করোনা সন্দেহে বেলেঘাটা আইডি-তে ভর্তি আরও ২

সর্দি আরব থেকে কলকাতা ফিরে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছেন এক রোগী। ওর সোয়াইন ফ্লু হয়েছে

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

হাসপাতাল সূত্রে খবর, চার জনের মধ্যে তিনজন রোগীর শরীরে করোনা সংক্রমণের খোঁজ মেলেনি

কলকাতা:

করোনা উপসর্গ নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে আরও দু'জনকে ভর্তি করা হয়েছে। তাঁদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওই হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন; ঠাণ্ডা ও কাশি নিয়ে ওই দুই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সফরের ইতিহাস আছে। জানা গিয়েছে, গলা ও রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো সয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই হাতে চলে আসবে চূড়ান্ত রিপোর্ট। হাসপাতাল  সূত্রে খবর, চার জনের মধ্যে তিনজন রোগীর শরীরে করোনা সংক্রমণের খোঁজ মেলেনি। চতুর্থ জনের দেহের নমুনা ফের পরীক্ষার জন্য পাঠানো হবে। এদিকে; সর্দি আরব থেকে কলকাতা ফিরে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছেন এক রোগী। ওর সোয়াইন ফ্লু হয়েছে । রাখা হয়েছে পর্যবেক্ষণে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement