This Article is From Dec 02, 2019

টাকা না দেওয়ায় বাবাকে খুন ১৯-এর ছেলের

ছেলের চাহিদা মেটাতে না পারার জন্য ১৯ বছরের ছেলের হাতে খুন হয়ে গেলেন বাবা।

টাকা না দেওয়ায় বাবাকে খুন ১৯-এর ছেলের

টাকার জন্য বাবাকে খুন! (প্রতীকী)

কলকাতা:

প্রায়ই টাকা চাইত ছেলে ইমরান (Imran)। সামর্থ্যে কুলালে দিতেনও বাবা রহমত আলি (Rahmat Ali)। কেন ঘনঘন এত টাকার প্রয়োজন পড়ে ছেলের? খোঁজ নিতেন কিনা জানা নেই। অভিযোগ, এবার ছেলের চাহিদা মেটাতে না পারার জন্য ১৯ বছরের ছেলের হাতে খুন হয়ে গেলেন বাবা। প্রশাসনের দাবি, স্ক্রু ড্রাইভার দিয়ে বাবাকে খুন করেছে সে। এমন নৃশংসা ঘটনা ঘটেছে মহানগরীর (Kolkata) বুকে।  

অস্ত্রোপচারের পরেই একচোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন তরুণ, অভিযোগ পরিবারের

শুক্রবার রাতে গুরুতর আহত অবস্থায় রহমতকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন পাড়া-প্রতিবেশিরা। খবর, শনিবার মৃত্যু হয় তাঁর। এরপরেই প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী ইমরানকে গ্রেফতার করে পুলিশ। পেশায় ড্রাইভার রহমত অন্যদিনের মতোই রাত সাড়ে আটটা নাগাদ গাড়ি গ্যারাজ করে বাড়ি ফেরেন। তারপরেই ছেলে আসে টাকা চাইতে। পড়শিদের অভিযোগ, এরপরেই তুমুল বচসা বাঁধে বাবা-ছেলের মধ্যে। তারপরেই ছেলে খুন করে বাবাকে। 

.