This Article is From May 17, 2020

বাংলাদেশ থেকে বিমানে করে ১৮ মে কলকাতায় ফেরানো হচ্ছে ১৬০ জন ভারতীয়কে

আলাপন আরও জানান, এই ১৬০ জনের কোয়ারান্টাইন থাকার জন্য নির্দিষ্ট হোটেলের তালিকা রাজ্য সরকার আগেই দিয়ে দিয়েছে। তিনি বলেন, “আমি আশা করি যে আগত যাত্রীদের এই ব্যবস্থাপনায় কোনও সমস্যার মুখে পড়তে হবে না।”

বাংলাদেশ থেকে বিমানে করে ১৮ মে কলকাতায় ফেরানো হচ্ছে ১৬০ জন ভারতীয়কে

বন্দে ভারতে মিশনের আওতায় বাইরের দেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর প্রচেষ্টা জারি রয়েছে। এবার বাংলাদেশ থেকে ভারতবর্ষের ফিরছেন ১৬০ জন ভারতীয়। সকলকে নিয়ে বাংলাদেশ থেকে রওনা হওয়া বিমান দেশের মাটি ছোঁবে ১৮ মে। সূত্রের খবর, কলকাতা বিমানবন্দরে অবতরণ করবে ওই বিশেষ বিমান। পশ্চিমবঙ্গের রাজ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় শনিবার এমনটাই জানিয়েছেন।

সূত্রের খবর, ওই বিশেষ বিমান কলকাতায় পা রাখার সঙ্গে সঙ্গেই সমস্ত যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারান্টাইনে রাখা হবে। আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, “আগত সমস্ত যাত্রীদের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিশদে বিদেশ মন্ত্রক ও সিভিল এভিয়েশন দফতরকেও কে জানানো হয়েছে।

আলাপন আরও জানান, এই ১৬০ জনের কোয়ারান্টাইন থাকার জন্য নির্দিষ্ট হোটেলের তালিকা রাজ্য সরকার আগেই দিয়ে দিয়েছে। তিনি বলেন, “আমি আশা করি যে আগত যাত্রীদের এই ব্যবস্থাপনায় কোনও সমস্যার মুখে পড়তে হবে না।”

আলাপন জানান, বিদেশ থেকে বিমানের মাধ্যমে আরও ভারতীয়দের ফেরানো হবে এবং সরকার বিমানবন্দর থেকে নির্দিষ্ট গন্তব্য অবধি নিয়ে যেতে ট্যাক্সির বন্দোবস্তও করা হয়েছে।

.