This Article is From Sep 03, 2018

টানা বৃষ্টি ও বন্যায় উত্তরপ্রদেশে মৃত ১৬

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সীতাপুর জেলায় তিন জন, আমেঠী ও অরাইয়া জেলায় চার জনের মৃত্যু হয়েছে। ৪৬১টি বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।

কেরালার পর এবার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরপ্রদেশের

লখনউ:

টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরপ্রদেশের ১৬টি জেলায়া। এখনও পর্যন্ত জেলায় ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যা বিধ্বস্ত এলাকায় উদ্ধারের জন্য নামানো হয়েছে বায়ুসেনার চপার।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যের শাহাজাহানপুর জেলা। সেখানে প্রাণ হারিয়েছেন ছয় জন। ললিতপুর ও ঝাঁসিতে আটকে পড়া ১৪ জনকে উদ্ধার করেছে বায়ুসেনা।  

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সীতাপুর জেলায় তিন জন, আমেঠী ও অরাইয়া জেলায় চার জনের মৃত্যু হয়েছে। ৪৬১টি বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যেএখনও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

.