This Article is From Feb 19, 2019

বিয়ের শোভাযাত্রাকে পিষে দিল চলন্ত ট্রাক, মৃত ১৩, গুরুতর আহত ১৫

মানুষগুলো বিয়ের অনুষ্ঠানে জন্য শোভাযাত্রা (স্থানীয় নাম- বিন্দোলি) করতে করতে যাচ্ছিলেন ওই হাইওয়ের পাশ দিয়ে। সেই সময়ই ওই বিয়ের শোভাযাত্রার ওপর উঠে দৈত্যকার চলন্ত ট্রাক।

বিয়ের শোভাযাত্রাকে পিষে দিল চলন্ত ট্রাক, মৃত ১৩, গুরুতর আহত ১৫

ঘটনাস্থলেই মৃত্যু হয় ন'জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরও চারজন

প্রতাপগড়, রাজস্থান:

সোমবার রাতে এক অতি মর্মান্তিক দুর্ঘটনায় রাজস্থানের প্রতাপগড়ে গ্রামে প্রাণ হারালেন ১৩ জন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। একটি চলন্ত ট্রাকের তলায় চাপা পড়েই ঘটে যায় এই বীভৎস ঘটনাটি। জয়পুর থেকে প্রায় ৪১৭ কিলোমিটার দূরের আম্বাবালি গ্রামে প্রতাপগড়-জয়পুর হাইওয়ের ওপর ঘটে এই দুর্ঘটনাটি। ওই মানুষগুলো বিয়ের অনুষ্ঠানে জন্য শোভাযাত্রা (স্থানীয় নাম- বিন্দোলি) করতে করতে যাচ্ছিলেন ওই হাইওয়ের পাশ দিয়ে। সেই সময়ই ওই বিয়ের শোভাযাত্রার ওপর উঠে দৈত্যকার চলন্ত ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ন'জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরও চারজন। বিয়ের কনে সহ  মোট ১৫ জনকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় নিকটবর্তী হাসপাতালে। 

নিরাপত্তার প্রশ্নে সৌদি রাজপুত্রের ভারত সফর গুরুত্বপূর্ণ হতে চলেছে, ১০টি তথ্য

রবিবার রাতে প্রায় একইরকম একটি ঘটনায় বিহারের অশোকনগর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ট্যাক্সিকে ধাক্কা মারার ফলে নিহত হন ছ'জন ব্যক্তি।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.