This Article is From Feb 19, 2019

ভারতে পৌঁছালেন সৌদির রাজপুত্র, বিমানবন্দরে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ১০ টি তথ্য

পাকিস্তান সফর শেষ করে ভারতে আসছেন সৌদি আরবের রাজপুত্র মহম্মদ বিন সলমন।

ভারতে পৌঁছালেন সৌদির রাজপুত্র, বিমানবন্দরে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ১০ টি তথ্য

সৌদি আরবের একাধিক মন্ত্রী এবং  ব্যবসায়ীদের নিয়ে আসার কথা সলমনের।

নিউ দিল্লি: পাকিস্তান সফর শেষ করে ভারতে আসছেন সৌদি আরবের রাজপুত্র মহম্মদ বিন সলমন। এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে নিরাপত্তা। এর আগে পাকিস্তানে গিয়ে শান্তি স্থাপনের উদ্দেশে পদক্ষেপ করায় পাকিস্তানের প্রশংসা করেন সলমন। যৌথ বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় শান্তি স্থাপনের জন্য খোলা মনে ইমরান যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসাযোগ্য।

জেনে নিন ১০টি তথ্যঃ

  1.  পাকিস্তানের মতো ভারতেও সৌদি আরবের একাধিক মন্ত্রী এবং  ব্যবসায়ীদের নিয়ে আসার কথা সলমনের। কাল, বুধবার তাঁর সঙ্গে  প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হওয়ার  কথা।

  2.  পাকিস্তানের সঙ্গে যৌথ বিবৃতিতে  শান্তি স্থাপনের উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া  হয়েছে । আর এটাও বলা হয়েছে   আলোচনা ছাড়া  অন্য কোনও পথে শান্তি স্থাপন হতে পারে না। 

  3.  ওই যৌথ বিবৃতিতে বলা হয়  কোনও জঙ্গিকে রাষ্ট্রসঙ্ঘ স্বীকৃত জঙ্গি ঘোষণার বিষয় ঘিরে যেন রাজনীতি না হয়। মাত্র কয়েক দিন আগে জঙ্গি হানার পর মাসুদ আজাহারের জন্য এই দাবি করেছে ভারত।  

  4. মনে  করা হচ্ছে  সৌদি রাজপুত্রের সঙ্গে  বৈঠকের পর নিরাপত্তা  সংক্রান্ত বিষয় কড়া বার্তা দিয়ে বিবৃতি  জারি করবে আরব। 

  5.  পাকিস্তানের সঙ্গে  আলোচনার সমস্ত প্রস্তাব  খারিজ  করেছে  ভারত। দিল্লির তরফে বলে  দেওয়া  হয়েছে  যতক্ষণ না  পাকিস্তান সন্ত্রাস বন্ধ করছে  ততক্ষণ আলোচনা হবে না। সন্ত্রাস আর আলোচনা একসঙ্গে চলতে পারে না। 

  6.  সৌদি আরবের আটটি  প্রধান মিত্র দেশের মধ্যে একটি ভারত। দু' পক্ষই নিজেদের মধ্যে থাকা সম্পর্ককে আরও মজবুত করতে চায়। 

  7.  দুটি দেশের মধ্যে  কৌশলগত অংশী দারিত্বের জন্য  বিশেষ কাউন্সিল তৈরি হতে পারে বলে মনে  হচ্ছে। 

  8.  এর আগে  ২০১৬ সালে সৌদির রাজধানীতে যান মোদী। সেই সফরেও একাধিক  গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা  হয়েছিল দু'দেশের রাষ্ট্র প্রধানদের মধ্যে। 

  9. পাকিস্তানে ২০ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগের প্রস্তাব দেয় সৌদি আরব।  রাজপুত্র মোহাম্মদ বিন সলমন  পাকিস্তানে গিয়ে এই  ঘোষণা করেন।  গত কয়েক দিনের মধ্যে পাকিস্তানে  আর্থিক সঙ্কট তীব্র হয়েছে।  এমতাবস্থায় সৌদি আরবের সঙ্গে সাতটি পৃথক সমঝোতা এবং লোন অর্থ ব্যবস্থাকে  কিছুটা  হলেও ভাল জায়গায় নিয়ে যেতে  সক্ষম হবে বলে মনে করা হচ্ছে। 

  10. সৌদি রাজপুত্র ভারত,পাকিস্তান সহ  এশিয়ার তিনটি   দেশে  সফর শুরু করেছেন। ভারত সফর শেষে তাঁর চিনে  যাওয়ার কথা।        মাস পাঁচেক আগে সৌদি কনস্যুলেট খুন হন সাংবাদিক জামাল খাসহুগি। সেই ঘটনায় বিতর্ক বড় আকার ধারণ করে।  এরপর এই প্রথম এশিয়া সফর করছেন এমবিএস।        

 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)


Post a comment
.