This Article is From Dec 31, 2018

গুজরাটে পথ দুর্ঘটনায় একই পরিবারের ১০ জনের মৃত্যু

নুন বহনকারী ট্রাকটি জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারায়। তারপর পাশের লেনের এসইউভি গাড়িটিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। 

গুজরাটে পথ দুর্ঘটনায় একই পরিবারের ১০ জনের মৃত্যু

বাচ্চাও থেকে ভুজে নিজেদের বাড়িতে যাচ্ছিলেন এসইউভি-এর যাত্রীরা

কচ্ছ, গুজরাট:

গুজরাটের কচে জাতীয় সড়কে এসইউভি গাড়ির সঙ্গে ট্রেলারের ধাক্কায় একই পরিবারের ১০ জনের মৃত্যু।পুলিশ জানিয়েছে, একটি পরিবারের ১০ জন সদস্য এসইউভি গাড়িটিতে করে যাচ্ছিলেন। জাতীয় সড়কে দুটি ট্রেলারের মাঝে সংঘর্ষে তাঁদের মৃত্যু হয়।  

পুলিশ জানিয়েছে, নুন বহনকারী ট্রেলারটি জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেনে চলে যায়।এরপরেই এসইউভি গাড়িটিকে ধাক্কা মারে।সেই সময় পিছন থেকে আরেকটি ট্রেলার এসইউভি গাড়িটিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়।বাচ্চাও থেকে ভুজে নিজেদের বাড়িতে যাচ্ছিলেন এসইউভি-এর যাত্রীরা। 

ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সবরকম সাহায্যের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয় রুপাণি। 

 

.