This Article is From Nov 29, 2019

World AIDS Day: চুম্বনে HIV ছড়ায় না...Myths ভেঙে যাক

World AIDS Day: অত্যাধুনিক চিকিৎসা বেরিয়েছে রোগের। তাতেও মিথ ভাঙেনি।

World AIDS Day: চুম্বনে HIV ছড়ায় না...Myths ভেঙে যাক

আজ World AIDS Day

নয়া দিল্লি:

আজ বিশ্ব AIDS দিবস। রোগের নাম শুনলে আজও কেঁপে ওঠেন সাধারণ মানুষ। অত্যাধুনিক চিকিৎসা বেরিয়েছে রোগের। তাতেও মিথ ভাঙেনি। রোগের থেকেও সবার বেশি ভয় রোগের সঙ্গে জুড়ে থাকা একাধিক ভ্রান্ত ধারণা (AIDS Myths) নিয়ে। যা রোগ এবং রোগী---উভয়কেই সমাজ থেকে ব্রাত্য করে রেখেছে আজও। এবং এই জন্যেই রোগের সঠিক উপসর্গ (AIDS Symptom) নিয়ে ধারণা নেই স্বয়ং রোগীরও। আজ সেই ভুল ভাঙার দিন। এইডস নিয়ে তৈরি ছ-টি সত্যাসত্য জেনে বিশ্ব এইডস দিবসে---

১. মিথ্যে - চুম্বনে ছড়ায় AIDS.
সত্য - HIV পজিটিভ আক্রান্তের লালায় এই রোগের জীবাণু প্রায় থাকে বললেই চলে। তাই চুম্বনে এই রোগ ছড়ায় না। 

২. মিথ্যে - জল HIV/AIDS-এর বাহক
সত্য-  HIV রোগী যে স্যুইমিং পুলে সাঁতার কাটেন সেখানে সুস্থ মানুষ সাঁতার কাটলে কিছুই হয় না। এমনকি, রোগীর জামাকাপড়, বা এঁটো করা জল খেলেও এই রোদ হবে না। যে টয়লেট রোগী ব্যবহার করেন সেই টয়লেট সুস্থরাও অনায়াসে ব্যবহার করতে পারেন।

৩. মিথ্যে - HIV রোগীর পাশে বসলেই AIDS হবে
সত্য-
হাওয়ায় এই রোগের জীবাণু ছড়ায় না। তাই শুধু পাশে বসা নয়, রোগীর হাঁচি-কাশি বা থুথু থেকেও এই রোগ ছড়ায় না।

৪. মিথ্যে -  HIV রোগীকে কামড়ানো মশা রোগের বাহক
সত্য- মশা থেকে অনেক প্রাণহানিকর রোগ অবশ্যই হয়। তবে এইডস নয়।

৫. মিথ্যে- যখন-তখন AIDS হতে পারে
সত্য - এই রোগীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করলে, রক্ত নিলে, রোগীর ব্যবহৃত সিরিঞ্জ অন্য কারোর শরীরে ফোঁটালে এই রোগ হয়।

6. মিথ্যে - ট্যাটু বা পিয়ার্সিং AIDS ডেকে আনে
সত্য - AIDS রোগীর শরীরে ব্যবহৃত সূঁচ দিয়ে ট্যাটু আঁকলে বা নাক-কান বেঁধালে তবেই আপনি আক্রান্ত হবেন। নচেৎ নয়। 

.