This Article is From Jan 10, 2019

অযোধ্যা মামলার বিচারপতিদের বেঞ্চ থেকে কেন সরে গেলেন এক বিচারপতি, জেনে নিন

বৃহস্পতিবার ফের একবার স্থগিত হয়ে গেল অযোধ্যা মামলা। এই মামলার শুনানি হবে আগামী ২৯ জানুয়ারি।

অযোধ্যা মামলার বিচারপতিদের বেঞ্চ থেকে কেন সরে গেলেন এক বিচারপতি, জেনে নিন

এই মামলার সঙ্গে এক সময় আইনজীবী হিসেবে যুক্ত থাকায় নিজেকে সরিয়ে নিলেন তিনি

নিউ দিল্লি:

বৃহস্পতিবার ফের একবার স্থগিত হয়ে গেল অযোধ্যা মামলা। এই মামলার শুনানি হবে আগামী ২৯ জানুয়ারি। বৃহস্পতিবার মামলাটি স্থগিত হয়ে যাওয়ার মূল কারণ হল, যে পাঁচ বিচারপতির বেঞ্চ এই মামলাটি শুনছে, তাঁদের মধ্যে একজন বিচারপতি ইউ ইউ ললিতের মামলাটি থেকে সরে যাওয়া। এই মামলাটির সঙ্গে এক সময় আইনজীবী হিসেবে যুক্ত থাকার কারণে বিচারপতি ললিত নিজেকে সরিয়ে নিলেন। ১৯৯৪ সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহের হয়ে অযোধ্যা মামলাটি লড়েছিলেন ইউ ইউ ললিত। সে তথ্য বর্ষীয়ান আইনজীবী রাজীব ধাওয়ান পেশ করেন, প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চটির কাছে। যদিও, তিনি যে বিচারপতি ললিতকে সরিয়ে দেওয়া হোক, এমনটা চান না, সে কথাও স্পষ্টভাবে জানিয়েছিলেন ধাওয়ান। তবুও, নিরপেক্ষতার স্বার্থে তাঁকে দায়িত্বটি থেকে সরানোর সিদ্ধান্ত নেয় আদালত।

পাঁচ বিচারপতির বেঞ্চের বাকি তিন বিচারপতি হলেন এস এ বোবদে, এন ভি রামানা এবং ডি ওয়াই চন্দ্রচুড়।

আইনজীবী রাজীব ধাওয়ান বলেন, প্রথমে এই মামলাটি তিন বিচারপতির বেঞ্চ শুনবে বলে ঠিক করা হয়েছিল। কিন্তু প্রধান বিচারপতি পাঁচ বিচারপতির বেঞ্চ তৈরির সিদ্ধান্ত নেন। এর উত্তরে রঞ্জন গগৈ জানান, এই মামলার গুরুত্ব বিচার করে আইন মেনেই পাঁচ বিচারপতির বেঞ্চ তৈরির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

 

 

.