মৃতের স্ত্রী ও দুই সন্তান আছেন। (প্রতীকী ছবি)
বাঁকুড়া: বিষ্ণুপুরের পূর্বতন মল্ল রাজপরিবারের (Suicide in Malla Kingdom in Bankura) এক সদস্য শনিবার আত্মহত্যা করলেন। গুলি চালিয়ে সলিল সিং ঠাকুর আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাঁকুড়া জেলা পুলিশ সূত্রে এমনটাই খবর। তবে, তাঁর আগ্নেয়াস্ত্রটা লাইসেন্সড ছিল। এমনটাই প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। শনিবার সকালে গুলির শব্দ শুনে গৃহপরিচারক সলিল সিংয়ের (Member of Malla Kingdom comitted suicide) ঘরে গিয়ে দেখেন রক্তস্নাত অবস্থায় পড়ে তাঁর নিথর দেহ। সেই পরিচারক পরিবারের অন্যদের এবং পুলিশকে খবর দেন। ষাটোর্ধ্ব এই ব্যক্তি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার নিয়ে ভুগছেন। সেই কারণে অবসাদগ্রস্ত হয়ে এই কাজ করেছেন। পুলিশকে পরিবার ও পড়শিরা এমনটা জানিয়েছে। তবে, তদন্তে খুনের দিকটাও খতিয়ে দেখবে পুলিশ। জানা গিয়েছে, মৃত সলিল সিংয়ের পরিবারের স্ত্রী ও দুই সন্তান রয়েছেন।
মল্লভূম রাজপরিবার হিসেবে মল্লিক রাজারা একসময় বিষ্ণুপুর শাসন করতেন। তাঁদের হাত ধরেই বাঁকুড়ার টেরাকোটা মন্দির নির্মাণ। পাশাপাশি জনপ্রিয় টেরাকোটা শিল্প।