This Article is From Sep 17, 2019

Astra: পরীক্ষায় সফল শক্তিশালী ক্ষেপণাস্ত্র ‘অস্ত্র’, দেখুন ভিডিও

Astra: ডিআরডিও পরিকল্পনা করছে ‘অস্ত্র’-র নতুন সংস্করণ তৈরি করতে যা ৩০০ কিলোমিটার দূরেও লক্ষ্যভেদে সক্ষম হবে।

ওড়িশা উপকূলে বঙ্গোপসাগরে এটি পরীক্ষা করা হয়।

হাইলাইটস

  • এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ‘অস্ত্র’-র সফল পরীক্ষা করল ভারত
  • ওড়িশা উপকূলে বঙ্গোপসাগরে এটি পরীক্ষা করা হয়
  • এই ক্ষেপণাস্ত্র দূরের বা কাছের যে কোনও লক্ষ্যভেদে সক্ষম
নয়াদিল্লি:

সম্পূর্ণ ভারতে তৈরি সমস্ত আবহাওয়ায় চাক্ষুষ পরিসরে এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র (Air-To-Air Missile) ‘অস্ত্র'-র (Astra) সফল পরীক্ষা করল ভারত। ৭০ কিলোমিটার দূর থেকে অব্যর্থ লক্ষ্যভেদে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি মঙ্গলবার সুখোই-৩০ এমকেআই (Sukhoi Su-30MKI) যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা করা হয়। এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন' বা ডিআরডিও। এই সংস্থা দেশের সেনাবাহিনীর অস্ত্র সংক্রান্ত গবেষণা ও উন্নতিকল্পে কর্মরত। ‘অস্ত্র' ভারতে তৈরি প্রথম এই পর্যায়ের ক্ষেপণাস্ত্র। এদিন ওড়িশা উপকূলে বঙ্গোপসাগরে এটি পরীক্ষা করা হয়। প্রতিরক্ষা মন্ত্রক জানাচ্ছে, লক্ষ্যেভেদে সম্পূর্ণ সফল হয়েছে ‘অস্ত্র'। রাডারের সাহায্যে ট্র্যাক করে ইলেকট্রো-অপটিক্যাল ট্র্যাকিং সেন্সর কাজে লাগিয়ে এটি লক্ষ্যপূরণ করেছে সফল ভাবে।

ভারত-মার্কিন সম্পর্ক এই মুহূর্তে ঠিক কেমন, জানালেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর

এই ক্ষেপণাস্ত্র দূরের বা কাছের যে কোনও লক্ষ্যভেদে সক্ষম।

u0ik9vio

জানা যাচ্ছে, ডিআরডিও পরিকল্পনা করছে ‘অস্ত্র'-র নতুন সংস্করণ তৈরি করতে যা ৩০০ কিলোমিটার দূরেও লক্ষ্যভেদে সক্ষম হবে।

ভারত বর্তমানে রাশিয়ান এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এসইউ-৩০ যুদ্ধবিমান থেকে। কিন্তু পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে ইজরায়েলি নকশায় বানানোয় আই-ডার্বি এবং অস্ত্র ব্যবহার করার।

.