This Article is From Mar 09, 2019

পাহাড়কে ছুঁয়ে দেখতে সব পাহাড়ি রেলেই এবার কাঁচের ভিস্তাডোম কামরা; রেলমন্ত্রী

Vistadome coaches-ভিস্তাডোম কোচগুলি যাত্রীদের প্যানোরামিক দৃশ্যপট (panoramic view to passengers) প্রদান করার মতো করেই নকশা করা হয়েছে। রেলযাত্রার সময়েই তাঁরা পাহাড়ের অসম্ভব সুন্দর দৃশ্য অনুভব করতে পারবেন।

পাহাড়কে ছুঁয়ে দেখতে সব পাহাড়ি রেলেই এবার কাঁচের ভিস্তাডোম কামরা; রেলমন্ত্রী

শ'খানেক ভিস্তাডোম কোচ নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে বলে রেলমন্ত্রী জানিয়েছেন

নিউ দিল্লি:

ভারতের সব পাহাড়ি রেলপথেই এখন থেকে থাকবে ভিস্তাডোম কোচ (vistadome coaches) রইবে, যার ফলে পাহাড়ি সৌন্দর্য একেবারে চেটেপুটে উপভোগ করতে পারবেন যাত্রীরা, শুক্রবার এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল (Piyush Goyal)। নীলগিরি মাউন্টেন রেলওয়েতে সর্বশেষ ভিস্তাডোম বা গ্লাস-এনক্লোসড কোচ (vistadome or glass-enclosed coaches) সংযোজন করা হয়েছে। 

হিন্দি কবিতা পোস্ট করে পাকিস্তানকে কটাক্ষ করল ভারতীয় বায়ুসেনা

সাংবাদিকদের মন্ত্রী জানিয়েছেন, ভারতীয় রেলের এই ইতিবাচক উদ্যোগে সংশ্লিষ্ট উৎপাদক সংস্থাকে শ'খানেক ভিস্তাডোম কোচ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ভিস্তাডোম কোচগুলি যাত্রীদের প্যানোরামিক দৃশ্যপট (panoramic view to passengers) প্রদান করার মতো করেই নকশা করা হয়েছে। রেলযাত্রার সময়েই তাঁরা পাহাড়ের অসম্ভব সুন্দর দৃশ্য অনুভব করতে পারবেন। উন্নত এই কোচগুলিতে পাহাড়ি দৃশ্য দেখতে পাওয়ার জন্য কামরার ছাদে, দু'পাশে কাঁচের বিশাল বিশাল জানালা বসানো হবে।

রাইবরেলির মডার্ন কোচ ফ্যাক্টরিতে তিনটি ব্রড-গেজ কোচ তৈরি করা হয়েছে এবং আরাকু ও কাশ্মীর উপত্যকায় দাদর ও মাদগাঁওয়ের মধ্যে চলছে এই বিশেষ কামরার ট্রেন। চারটি মাউন্টেন রেলওয়েকে এখনও অব্দি ভিস্তাডোম কোচ দেওয়া হয়েছে। সব মিলিয়ে মোট ১১ টি ভিস্তাডোম কোচ বর্তমানে কাজ করছে - দার্জিলিং হিমালয় রেলপথের চারটি, কালকা-শিমলা রেলে দুটি, কাংড়া ভ্যালি রেলে একটি এবং মাথেরান হিল রেলওয়েতে একটি। 

যারা ফাইল সামলাতে পারে না তারা দেশকে সুরক্ষা দেবে কী করে? রাফাল নিয়ে মোদীকে কটাক্ষ মমতার

নীলিগিরি মাউন্টেন রেলওয়ের জন্য তিরুচিরপ্পালির গোল্ডেন রক কর্মশালায় দু'টি মিটার-গেজ কোচকে ভিস্তাডো পরিবর্তন করা হচ্ছে। মন্ত্রী জানান, আগামী তিন মাসে কালকা-শিমলা, কাংড়া উপত্যকা, পাটলপানি-কালকুণ্ড অংশে (মধ্যপ্রদেশ) এবং মাইলানি-নানপাড়া বিভাগে (উত্তর প্রদেশ) আরও ১৮ টি কোচ নির্মাণ বা পুনর্বিন্যাসের পরিকল্পনা চলছে। ২০১৯-২০র মধ্যে আরও ৬৯ টি এমন কোচ তৈরি করে সংখ্যাটা ১০০ করা হবে বলে তিনি জানান।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.