This Article is From May 17, 2020

বেসরকারি সংস্থাগুলিকে সব ক্ষেত্রে বিনিয়োগ করার অনুমতি দেওয়া হবে: নির্মলা সীতারামন 

২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্যাকেজের বিশদ ব্যাখ্যা করতে পরপর সাংবাদিক সম্মেলন করছেন অর্থমন্ত্রী।

বেসরকারি সংস্থাগুলিকে বিনিয়োগের অনুমতি দেওয়া হবে ব‌লে জানান অর্থমন্ত্রী।

নয়াদিল্লি:

অ-কৌশলগত খাতে রাজ্যের এন্টারপ্রাইজগুলির বেসরকারিকরণ করবে সরকার। এবং বেসরকারি সংস্থাগুলিকে সব ক্ষেত্রে বিনিয়োগ করার অনুমতিও দেওয়া হবে। রবিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) একথা জানিয়েছেন কোভিড-১৯ (COVID-19) পরিস্থিতিতে অর্থনীতিকে চাঙ্গা করতে সরকারি পরিকল্পনার কথা জানানোর সময়। তিনি বলেন, ‘‘নতুন ‘আত্মনির্ভর' ভারত দাঁড়িয়ে থাকবে নতুন সরকারি সেক্টর এন্টারপ্রাইজ নীতির উপরে, কৌশলগত ক্ষেত্রে, অন্তত একটি সরকারি ক্ষেত্র থাকবে। তবে বেসরকারি ক্ষেত্রকেও অনুমতি দেওয়া হবে।''

কোন কোন কৌশলগত ক্ষেত্রকে জনস্বার্থে সরকারি অধিগ্রহণ করা হবে তা পরে তালিকা পেশ করে জানানো হবে।

তিনি বলেন, ‘‘প্রশাসনিক খরচ কমাতে কৌশলগত ক্ষেত্রে এন্টারপ্রাইজের সংখ্যা হবে চারটিতে এক। বাকিগুলির বেসরকারিকরণ হবে কিংবা অন্য সংস্থার অধীনে আনা হবে।''

‘আত্মনির্ভর ভারত' প্যাকেজ বাবদ ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্যাকেজের বিশদ ব্যাখ্যা করতে পরপর সাংবাদিক সম্মেলন করছেন অর্থমন্ত্রী। রবিবার ছিল সেই সম্মেলনের পঞ্চম তথা শেষ দিন।

ছোট ব্যবসা, কৃষক, পরিযায়ী দের জন্য একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। 

.