This Article is From Sep 17, 2018

দুটি ব্রিটিশ উপগ্রহের সফল উৎক্ষেপণ করল ISRO, ভারতের রোজগার দুশো কোটি টাকা

রবিবার রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে PSLV রকেটের সফল উৎক্ষেপণ করল ইসরো। ইসরোর এই রকেটটি কক্ষপথে স্থাপন করল দুটি ব্রিটিশ উপগ্রহকে।

ব্রিটেনের সংস্থা সারে স্যাটেলাইট টেকনোলজি লিমিটেড বানিয়েছে এই উপগ্রহ দুটি।

বেঙ্গালুরু:

রবিবার রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে PSLV রকেটের সফল উৎক্ষেপণ করল ইসরো। ইসরোর এই রকেটটি কক্ষপথে স্থাপন করল দুটি ব্রিটিশ উপগ্রহকে। এই দুটি উপগ্রহ উৎক্ষেপণ করে ভারত আয় করবে 200 কোটি টাকার মতো। এটি পুরোপুরি বাণিজ্যিক একটি উৎক্ষেপণ। গোটা রকেটটিই ভাড়া নিয়েছিল একটি বিদেশি সংস্থা। PSLV রকেটের 44 তম উৎক্ষেপণ হল এটি। উপগ্রহ দুটি বানিয়েছে ব্রিটেনের সংস্থা সারে স্যাটেলাইট টেকনোলজি লিমিটেড। ইসরোর বাণিজ্যিক শাখা অ্যান্ট্রিক্স কর্পোরেশন লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয় ওই বিদেশি সংস্থাটি। গতকাল রাত দশটা আট মিনিটে মহাকাশের উদ্দেশে রওনা দেয় ইসরোর এই রকেটটি।

দুটি বিদেশি উপগ্রহকে স্থাপন করার চ্যালেঞ্জ ছিল ইসরোর PSLV রকেটের সামনে। ছিল বহু আশা। সেই আশা পূরণে রকেটটি সফল হয়েছে। তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টারের অধিকর্তা এস সোমনাথ বলেন, এটি ছিল পুরোপুরি বাণিজ্যিক একটি উৎক্ষেপণ। যা সফল হয়েছে। এর থেকে বেশ খানিকটা টাকা আয় করতে পারবে ভারত”।

তিনি আরও বলেন, এটি ভারতের পঞ্চম সম্পূর্ণ বাণিজ্যিক উৎক্ষেপণ। যেখানে গোটা রকেটটিই ভাড়া নিয়েছিল এক বিদেশি সংস্থা।

এই সফল উৎক্ষেপণকে সাধুবাদ জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।   

.