This Article is From Mar 20, 2020

করোনা প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন ডেরেক ও’ব্রায়েন

৬৫-র ঊর্ধ্বে ব্যক্তিদের বাইরে বেরোতে মানা করা হয়েছে কেন্দ্রের তরফে। সেই পরামর্শকে কটাক্ষ করেন ডেরেক ও’ব্রায়েন।

করোনা প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন ডেরেক ও’ব্রায়েন

এই সপ্তাহেই করোনা ভাইরাস নিয়ে বক্তব্য রাখেন ডেরেক ও’ব্রায়েন। (ফাইল)

নয়াদিল্লি:

শুক্রবার সকালে টুইট করে করোনা (Coronavirus) সংক্রমণ রুখতে কেন্দ্রের পরামর্শকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের (TMC)সাংসদ ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien)। ৬৫-র ঊর্ধ্বে ব্যক্তিদের বাইরে বেরোতে মানা করা হয়েছে কেন্দ্রের তরফে। সেই পরামর্শকে কটাক্ষ করে ডেরেক প্রশ্ন তোলেন, ‘‘কেন সংসদ চলছে?'' ৫৯ বছরের রাজ্যসভার সাংসদ টুইট করে লেখেন, ‘‘সরকারের পরামর্শে বলা হচ্ছে ৬৫-র বেশি বয়সিদের বাড়িতে থাকতে। রবিবার কার্ফু ঘোষিত হয়েছে। এবং এখনও কেন সংসদ চলছে? কেন এমন বিভ্রান্তিকর বার্তা? রাজ্যসভার ৪৪ শতাংশ সাংসদ ও লোকসভার ২২ শতাংশ সাংসদের বয়স ৬৫ বা তার বেশি। পরামর্শকে অবহেলা? এবং আপনি সবচেয়ে বেশি করে সংসদে অনুপস্থিত রয়েছেন।''

বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ফলে ৬৫-র বেশি বয়সি নাগরিকদের পরামর্শ দেয় ঘরে থাকার জন্য, যদি না তাঁরা জন প্রতিনিধি বা চিকিৎসক বা সরকারি কর্মী হন। এখনও পর্যন্ত দেশে ১৯০-এর বেশি আক্রান্ত। মৃত ৪ জন।

বাড়ছে আতঙ্ক, কলকাতায় মিলল দ্বিতীয় করোনা আক্রান্তের সন্ধান

বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবাইকে অত্যাবশ্যক প্রয়োজন ছাড়া ঘরে থাকার পরামর্শ দেন। তিনি রবিবার ‘জনতা কার্ফু'-র ডাক দিয়েছেন। করোনা সংক্রমণ রুখতে পরীক্ষামূলক ভাবে ওইদিন সকলকে বাড়িতে থাকার কথা বলেন তিনি। তিনি বলেন, ‘‘এই জনতা কার্ফুতে কেউ নিজের বাড়ি থেকে বেরোবেন না। এমনকী প্রতিবেশীদের কাছেও যাবেন না। কেবল যাঁরা অত্যাবশ্যক পরিষেবার সঙ্গে যুক্ত, তাঁরা বেরোবেন।''

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি আরও ৭ জন

প্রধানমন্ত্রীর ভাষণের আগে ডেরেক ও'ব্রায়েন একটি ভিডিও টুইট করেন। তাতে তিনি বলেন, ‘‘সংসদ খুলেছে ২ মার্চ। আজ ১৯ মার্চ। আমাদের বলা হয়েছে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাত ৮টায়। আমরা সরকারের সিদ্ধান্ত জানতে আগ্রহী। এখনও পর্যন্ত কেবল একটাই বিবৃতি শোনা গিয়েছে স্বাস্থ্যমন্ত্রীদের।''

তিনি আরও বলেন, ‘‘কিন্তু একটা বড় প্রশ্ন। সংসদ কোথায়? আপনি সংসদ চালাতে চান। সাংসদরা রাজ্যসভা, লোকসভায় বসে রয়েছেন। আপনি কি জাতির উদ্দেশে ভাষণ দেবেন সংসদে উপস্থিত না হয়েই।''

আর একটি টুইটে তিনি লেখেন, ‘‘সংসদ চলছে। এই ‘গণতন্ত্রের মন্দির'-এ কি জাতির উদ্দেশে ভাষণ দেওয়া যেত না? অথবা আগে রেকর্ড করা একটি ভিডিও বার্তা? মুখ্যমন্ত্রীরা টিভি দেখবেন।''

এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে সারা পৃথিবীতে মৃতের সংখ্যা ৭,০০০ ছাড়িয়েছে। ১৪৩টি দেশে লক্ষাধিক মানুষ আক্রান্ত এই ভাইরাসে। 

.