This Article is From Sep 09, 2019

"Mahapariksha"-য় উত্তীর্ণ মাত্র ১৬-তেই! প্রিয়ব্রতকে শুভেচ্ছা মোদির

মাত্র ১৬-তেই মহাপরীক্ষা ("Mahapariksha") পাশ করলেন প্রিয়ব্রত। রবিবার এই খবর জানার পরেই তাঁকে টুইটে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। 

১৬ বছরে "Mahapariksha"-য় পাশ করলেন প্রিয়ব্রত

নয়া দিল্লি:

মাত্র ১৬-তেই মহাপরীক্ষা ("Mahapariksha") পাশ করলেন প্রিয়ব্রত। রবিবার এই খবর জানার পরেই তাঁকে টুইটে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি (Prime M inister Narendra Modi)।  টুইটে তিনি বলেন, মাত্র ১৬ বছরে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রিয়ব্রত প্রমাণ করলেন ভারত এখনও শিক্ষায় অগ্রণি।

প্রধানমন্ত্রী টুইটে আরও বলেন, "অপর্ণা-দেবদত্ত পাতিলের ছেলে প্রিয়ব্রত অসাধ্য সাধন করে দেখালেন। অনেকের কাছেই উদাহরণ হয়ে রইলেন তিনি।"

অসুস্থ হয়ে বিমানবন্দরেই মৃত্যু হল এক ব্যক্তির

প্রসঙ্গত, ১৬ বছরের প্রিয়ব্রত তাঁর বাবার কাছে বেদ ও ন্যায় নিয়ে পড়াশুনা করেছেন। শ্রী মোহন শর্মার কাছে ব্যাকরণ মহা গ্রন্থ পড়ে তেনালি পরীক্ষায় উত্তীর্ণ হন মাত্র ১৪ বছর বয়সে।

.