This Article is From Jan 31, 2019

সমীক্ষা বলছে ৪৫ বছরের মধ্যে বেকারত্ব সবচেয়ে বেশি হয়েছিল ২০১৭-১৮ সালে,১০টি তথ্য

গত ৪৫ বছরের মধ্যে বেকারত্ব সবচেয়ে বেশি হয়েছিল ২০১৭-১৮ সালে। শতাংশের বিচারে পরিমাণটা ছিল ৬.১ শতাংশ।

সমীক্ষা বলছে  ৪৫ বছরের মধ্যে বেকারত্ব সবচেয়ে বেশি হয়েছিল ২০১৭-১৮ সালে,১০টি তথ্য

 এই সমীক্ষা বলছে  গত  কয়েক বছরে কাজ হারানো মানুষের সংখ্যা  বাড়ছে।      

হাইলাইটস

  • সমীক্ষা বলছে ১৯৭৩ সালের পর সবচেয়ে বেশি বেকারত্ব দেখা দিয়েছে
  • সেই রিপোর্টকে এখনও প্রকাশ্যে আসেনি
  • বিজনেজ স্ট্যান্ডার্ড সংবাদপত্রে এই খবর প্রকাশিত হয়েছে
নিউ দিল্লি: গত ৪৫ বছরের মধ্যে বেকারত্ব সবচেয়ে বেশি হয়েছিল ২০১৭-১৮ সালে। শতাংশের বিচারে পরিমাণটা ছিল ৬.১ শতাংশ। একটি সমীক্ষায় উঠে এসেছে এমন তথ্য। ন্যাশনাল স্যাম্পেল সার্ভে আফিসের পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে ( পিএলএফএস)তে এই তথ্য উঠে এসেছে। বিজনেজ স্ট্যান্ডার্ড সংবাদপত্রে এই তথ্য তুলে ধরছে।

রইল দশটি গুরুত্বপূর্ণ তথ্য

 

  1.  সমীক্ষা বলছে ১৯৭৩ সালের পর এবারই সবচেয়ে  বেশি বেকারত্ব দেখা  দিয়েছে। সেই রিপোর্টকে এখনও প্রকাশ্যে আসেনি। বিজনেজ স্ট্যান্ডার্ড সংবাদপত্রে এই খবর প্রকাশিত  হয়েছে। 

  2. এই রিপোর্টে বলা হয়েছে  ২০১১-১২ সালে বেকারত্বের পরিমাণ ছিল ২.২ শতাংশ। 

  3.  গ্রামে বেকারত্বের পরিমাণ ৫.৩ শতাংশ আর শহরে ছিল ৭.৮ শতাংশ। 

  4.  এই সমীক্ষা বলছে  গত  কয়েক বছরে কাজ হারানো মানুষের সংখ্যা  বাড়ছে।  

  5.  ২০১৬ সালে নোটবন্দির পর এটাই এনএসএসও-র প্রথম রিপোর্ট।  

  6.  ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনের চেয়ারম্যান পি সি মোহানান এবং আরেক সদস্য  সংস্থার পদ ছেড়েছেন। তার পর এই রিপোর্ট নিয়ে আরও বেশি করে  বিতর্ক শুরু হয়েছে। 

  7.  পি সি মোহানান জানিয়েছেন রিপোর্ট প্রকাশে দেরি হওয়া  তাঁর পদ ছাড়ার অন্যতম কারণ। 

  8.  চেয়ারম্যান এনডিটিভিকে  বলেন তিনি এবং জে ভি মীনাক্ষী ছাড়া এই কমিশনের সমস্ত সদস্যই সরকার দ্বারা নিযুক্ত। এই দু'জনের মনে হয়েছে কমিশনের তাঁদের একঘরে করে রাখা হয়েছে। 

  9.  সরকারি তরফে  বলা  হয়েছে  তথ্য অনুসন্ধানের কাজ শেষ হলেই রিপোর্ট প্রকাশ করা হবে।

  10. নিয়মিত ব্যবধানে সার্ভে করে  দেশের পরিস্থিতি জেনে চাকরির ব্যবস্থা করা জরুরি।



Post a comment
.