This Article is From Mar 22, 2020

করোনা মোকাবিলায় রাতারাতি ১৫০ শয্যাবিশিষ্ট অস্থায়ী হাসপাতাল রাজ্যে, টুইট ডেরেক ও’ব্রায়েনের

ডেরেক ও’ব্রায়েন জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও পদক্ষেপ করেছেন করোনাকে রুখতে। তিনি লেখেন, ‘‘ ক্যাপ্টেন, আপনার জন্য আমি গর্বিত।’’

করোনা মোকাবিলায় রাতারাতি ১৫০ শয্যাবিশিষ্ট অস্থায়ী হাসপাতাল রাজ্যে, টুইট ডেরেক ও’ব্রায়েনের

করোনা মোকাবিলায় ১৫০ শয্যাবিশিষ্ট এক অস্থায়ী হাসপাতাল গড়ে তোলা হল রাজ্যে।

হাইলাইটস

  • রাজ্যে করোনা মোকাবিলায় ১৫০ শয্যাবিশিষ্ট অস্থায়ী হাসপাতাল
  • তৃণণূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন টুইট করে একথা জানান
  • রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ জন

পশ্চিমবঙ্গে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪। এই পরিস্থিতিতে করোনা ভাইরাসের মোকাবিলায় লড়াই করছে রাজ্য। রবিবার সাংসদ ডেরেক ও'ব্রায়েন (Derek O''Brien) টুইট করে জানিয়েছেন, রাজ্যের এক স্টেডিয়ামকে ১৫০ শয্যাবিশিষ্ট এক অস্থায়ী হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছে। তিনি লেখেন, ‘‘করোনা সংক্রমণ রুখতে দ্রুত পদক্ষেপ করছে পশ্চিমবঙ্গ সরকার।'' তিনি আরও জানান, এই পদক্ষেপ ছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও পদক্ষেপ করেছেন করোনাকে রুখতে। ডেরেক লেখেন, ‘‘ ক্যাপ্টেন, আপনার জন্য আমি গর্বিত।'' তিনি আরও লেখেন, ‘‘মজবুত থাকুন। আমরা একসঙ্গে লড়াই করব।'' প্রসঙ্গত, রাজ্যে করোনা ভাইরাসে চতুর্থ আক্রান্তের খোঁজ মিলেছে শনিবার।

ভারতে করোনায় মৃত বেড়ে ৬, মুম্বই ও বিহারে মৃত্যু দু'জনের

এদিকে সংসদে বিজেপি সাংসদ দুষ্মন্ত সিংহর পাশে বসার কারণে ডেরেক ও'ব্রায়েন সেলফ-কোয়ারান্টাইনে রয়েছেন। দুষ্মন্ত জানিয়েছেন, তিনি গায়িকা কণিকা কাপুরের সঙ্গে একটি পার্টিতে ছিলেন। কণিকার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাঁর সঙ্গে লখনউয়ে একটি পার্টিতে ছিলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ও তাঁর পুত্র দুষ্মন্ত। তাঁরাও সেলফ-কোয়ারান্টাইনে রয়েছেন।

ঘরবন্দি ভারত, কোটি কোটি ভারতীয় অংশ নিলেন ‘জনতা কার্ফু'-তে

দুষ্মন্তর কথা জানার পরে ডেরেক ও'ব্রায়েন সরকারকে আক্রমণ করে বলেন, ‘‘সরকার আমাদের সব রকম ঝুঁকিতে ফেলে দিয়েছে। প্রধানমন্ত্রী নিজেকে ঘরবন্দি করার আর্জি জানিয়েছেন। অথচ সংসদ চলছে। আমি অন্যদিন আড়াই ঘণ্টা দুষ্মন্তর পাশেই বসেছিলাম। আরও দুই সাংসদ আইসোলেশনে চলে গিয়েছেন। অধিবেশন বন্ধ করে দেওয়া হোক।''

ভারতে করোনায় মৃত বেড়ে হল ৬। রবিবার নতুন করে মুম্বই ও বিহারে মৃত্যু হল দু'জনের। এর ফলে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা পৌঁছল ৬-এ।

বিশ্বব্যাপী ত্রাসের সঞ্চার করা নোভেল করোনা ভাইরাসের মোকাবিলায় রবিবার ভারত জুড়ে চলছে ‘জনতা কার্ফু'। বৃহস্পতিবার জনতার উদ্দেশে ভাষণের সময় ‘জনতা কার্ফু'র ডাক দেন প্রধানমন্ত্রী।

করোনা ভাইরাস এক বৃহত্তর ভাইরাস পরিবারের অংশ। যে ভাইরাস সাধারণ ঠান্ডা লাগা বা অন্য বহু অসুখের জন্য দায়ী। কিন্তু কোভিড-১৯ এই ভাইরাসের নয়া সংস্করণ। গত বছরের ডিসেম্বরে চিনের উহান শহর থেকে যার উৎপত্তি। পশু ও মানুষের মধ্যে এই ভাইরাস সংক্রামিত হয়। এই ভাইরাসের প্রকোপে সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন। ‘অতিমারী' ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু'।

.