This Article is From Dec 30, 2019

মাসপিছু ১৫ লক্ষ টাকার বাড়ি ভাড়া! ভিয়েনা থেকে দেশে ফেরানো হচ্ছে রাষ্ট্রদূতকে

কূটনীতিবিদ রেণু পাল অর্থ নয়ছয়, বাজেট তছরুপ এবং কূটনৈতিক ধারা লঙ্ঘনে অভিযুক্ত। সেই রিপোর্ট পেয়েই বিদেশ মন্ত্রক ওই মহিলা কূটনীতিবিদকে নয়া দিল্লির সাউথ ব্লকে (মন্ত্রক দফতর) বদলি করেছে।

মাসপিছু ১৫ লক্ষ টাকার বাড়ি ভাড়া! ভিয়েনা থেকে দেশে ফেরানো হচ্ছে রাষ্ট্রদূতকে

ভিয়েনা থেকে ৩০ ডিসেম্বর সন্ধ্যায় দেশে ফিরছেন Renu Pall

নয়াদিল্লি:

ভিয়েনায় নিযুক্ত ভারতীয় এক মহিলা কূটনীতিবিদের বিরুদ্ধে কয়েক কোটি টাকার সরকারি অর্থ তছরুপের্ অভিযোগ উঠল। মাসপিছু '১৫ লাখি'র ভাড়া বাড়িতে থেকে এবার সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের (Central Vigilance Commission) রাডারে অস্ট্রিয়ায় নিযুক্ত ওই ভারতীয় রাষ্ট্রদূত (Indian Ambassador to Austria) রেণু পাল (Renu Pall)। তাঁকে দেশে ফিরে আসতে নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সরকারি অনুমতি ছাড়াই প্রায় কয়েক কোটি টাকা বাড়ি ভাড়ার নামে তিনি আত্মসাৎ করেছেন। বিদেশ মন্ত্রক এবং CVC যৌথ ভাবে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

সরকারি সূত্রের দাবি, ওই কূটনীতিবিদ বারবার তছরুপি বিল দাখিল করে VAT-এর টাকা ফেরত (refunds) নিতেন এবং একাধিকবার ভুয়ো তথ্য দাখিল করে অর্থ আত্মসাৎ করেছেন। চলতি বছর সেপ্টেম্বরে মুখ্য ভিজিল্যান্স আধিকারিকের নেতৃত্বে একটা দল ভিয়েনা গিয়েছিল। প্রাথমিক তদন্তের পর বিদেশ মন্ত্রকে দাখিল করা রিপোর্টে তারা নিশ্চিত করেছে, কূটনীতিবিদ রেণু পাল অর্থ নয়ছয়, বাজেট তছরুপ এবং কূটনৈতিক ধারা লঙ্ঘনে অভিযুক্ত। সেই রিপোর্ট পেয়েই বিদেশ মন্ত্রক ওই মহিলা কূটনীতিবিদকে নয়া দিল্লির সাউথ ব্লকে (মন্ত্রক দফতর) বদলি করেছে। পাশাপাশি রাষ্ট্রদূত হিসেবে পাওয়া তাঁর সব অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ভিয়েনা থেকে ৩০ ডিসেম্বর সন্ধ্যায় দেশে ফিরছেন ওই মহিলা আইএফএস আধিকারিক।

.